জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: চলতি ইউরো কাপ দেখল আরও এক অঘটন। গ্রুপ পর্বের শেষ ম্য়াচে জর্জিয়ার কাছে ২-০ গোলে হেরে গেল ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর পর্তুগাল (Georgia vs Portugal Euro 2024)। যদিও এই হারে কোনও সমস্য়ায় পড়তে হয়নি রবার্টো মার্টিনেজের শিষ্য়দের। গ্রুপে শীর্ষস্থানে থেকেই নক-আউটে চলে গিয়েছে রোনাল্ডো অ্যান্ড কোং! আর এই ম্য়াচেই এমন এক ঘটনা ঘটেছে, যা দেখলে শিউরে উঠতে হবে!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: বৃত্ত সম্পূর্ণ! কেঁদে জাতীয় দল থেকে সরে দাঁড়িয়েছিলেন চিলের কাছে হেরে, এবার কোপায় জিতলেন মেসি...



ইউরো কাপের সর্বকালের সর্বাধিক গোলদাতা সিআরসেভেন। কিন্তু চলতি ইউরোতে যেন একেবারে ছন্দ খুঁজে পাচ্ছেন না তিনি। এখনও পর্যন্ত তাঁর পা থেকে আসেনি একটিও গোল। বারবার যেন গোলের দরজায় কড়া নেড়েই ফিরে আসতে হচ্ছে তাঁকে। এমনকী জর্জিয়ার বিরুদ্ধে রেফারির সঙ্গে তর্কে জড়িয়ে হলুদ কার্ডও দেখতে হয়েছে তাঁকে। খেলার ৬৫ মিনিটে রোনাল্ডোকে তুলে নেন মার্টিনেজ। পর্তুগিজ কোচের সেই সিদ্ধান্তও মানতে পারেননি সিআরসেভেন। এই ঘটনাতেও বেশ বিরক্ত হন তিনি।



রোনাল্ডো খেলা শেষের পর যখন টানেল দিয়ে নামতে যাচ্ছিলেন, ঠিক তখনই এক ফ্য়ান উড়ে এসে তাঁকে লাথি মারার চেষ্টা করেন। কিন্তু রোনাল্ডোকে ঘিরে রাখা নিরাপত্তারক্ষীদের তৎপরতার জন্য় রোনাল্ডোর গায়ে আঁচও আসেনি কোনও। তবে এই ঘটনার পর প্রশ্ন উঠছেই ইউরোর নিরাপত্তা নিয়ে। কী করে রোনাল্ডোর মতো এরকম কিংবদন্তি ফুটবলারের এত কাছে কোনও ফ্য়ান চলে আসতে পারে!


আরও পড়ুন: শেষের পথে দ্রাবিড়ীয় সভ্যতা, কত টাকা পেয়েছেন কোচ? শুধু বোর্ডের বেতনেই আজ ধনকুবের


 



(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)