ওয়েব ডেস্ক: আজই কি এক আইপিএলে ১০০০ রান করার নতুন রেকর্ড গড়ে ফেলবেন বিরাট কোহলি? ক্রিকেটপ্রেমীরা মনে করছেন, আজই হচ্ছে বিরাট রেকর্ড।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ঠিক এই মুহূর্তে এবারের আইপিএলে বিরাটের রান ৯১৯!না, এর আগে এক আইপিএলে এত রান কেউ কোনওদিন করেননি। মাইক হাসি এবং ক্রিস গেইল করেছিলেন ৭৩৩ রান। বিরাট সে সব টপকে অনেক এগিয়ে গিয়েছেন। বিরাটের এই রান শুধু আইপিএলেই সর্বোচ্চ নয়। যে কোনও প্রতিযোগিতার বিচারেও সর্বোচ্চ। এর আগে এই রেকর্ড ছিল মাইকেল ক্লিংগারের। ২০১৫ সালে ন্যাটওয়েস্ট টি২০ ব্লাস্টে এই রেকর্ড করেছিলেন তিনি। আজ সানরাইজার্সকে হারিয়ে আইপিএলের ফাইনালে যাবে কিনা রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর, তার থেকেও মানুষ বেশি তাকিয়ে আছেন, বিরাটের এক হাজার রানটা আজই হয়ে যাবে কিনা!