নিজস্ব প্রতিবেদন: বিরাট কোহলি (Virat Kohli) কেমন ক্রিকেট খেলেন সেটা গোটা বিশ্ব জানে। তা নিয়ে একটি বাক্য়ও খরচের প্রয়োজন নেই। কিন্তু ফুটবলটাও বেশ ভালই খেলেন ভারত অধিনায়ক। দীর্ঘ ইংল্যান্ড সফরে যাওয়ার আগে এবার ফুটবলে মেতেছেন কিং কোহলি। ফাঁকা স্টেডিয়ামেই নিজের ফ্রি-কিক স্কিল ঝালিয়ে নিচ্ছেন তিনি।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

মঙ্গলবার কোহলি একটি ভিডিও শেয়ার করেছেন সেখানে দেখা যাচ্ছে কোহলি বার পোস্টের একদম টপ কর্নার ঘেঁষেই গোল করতে চেয়েছিলেন, কিন্তু অল্পের জন্য বল ক্রসবারে লেগে ফিরে যায়, অসাধারণ শটে অল্পের জন্য গোল না হওয়ায় কোহলি হেসে ফেলেন। তবে এই ব্যর্থতা ঢাকতে, মজা করেই তিনি ক্যাপশন দেন যে, ক্রসবার চ্যালেঞ্জ নিয়েছিলেন।



আরও পড়ুন: শিশুর প্রাণ বাঁচাতে মা-বাবার আকুল আর্তি, ১৬ কোটি টাকার ব্যবস্থা করে দিলেন Virat-Anushka


কোহলির এই ভিডিও ইনস্টাগ্রামে ঝড় তুলে দেয়। তাঁর আইএসএল ফ্র্যাঞ্চাইজি এফসি গোয়া ও কোহলির সতীর্থ কুলদীপ যাদব তাঁর এই ফ্রি-কিকের ভূয়সী প্রশংসা করে কমেন্টে। কোহলিকে প্রায়শই ভারতীয় দলের ট্রেনিংয়ে ফুটবলে মেতে থাকতে দেখা যায়। এই মুহূর্তে কোহলি সমর্থন করছেন জুভেন্তাসকে। কারণ তাঁর প্রিয় ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো খেলছেন এই টিমে। এমনটা নিজেই কোহলি জানান বছরখানেক আগে।