জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ব্যাটে রয়েছে রানের ফুলঝুরি। তেমনই বিরাট কোহলির (Virat Kohli) সম্পত্তি আরও বাড়ল। শোনা গিয়েছে আলিবাগে (Alibaug) একটি দু’হাজার স্কয়্যার ফুটের বিলাসবহুল ভিলা কিনেছে বিরুষ্কা (Virushka)। সেখানে আবার রয়েছে ৪০০ স্কয়্যার ফুটের সুইমিং পুল। মুম্বই থেকে বোটে চেপেই সাধারণত সেলেবরা এখানে ছুটি কাটাতে পৌঁছে যান। এই জায়গা থেকে কম সময়ে পুণেও পৌঁছে যাওয়া যায়।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আলিবাগের ‘আবাস লিভিং’য়ে প্রায় ২৫০ একর এলাকাজুড়ে গড়ে উঠছে এই বিলাবহুল ভিলা। রয়েছে একাধিক সুযোগসুবিধা। সূত্রের দাবি, এই ভিলা কেনার জন্য প্রায় ৩০০০ কোটি টাকা লগ্নি করেছেন বিরাট ও তাঁর স্ত্রী অনুষ্কা শর্মা। ভিলাগুলির ইন্টিরিয়র ডিজাইনার হিসেবে কাজ করেছেন সুজান খান। 


আরও পড়ুন: KL Rahul, BGT 2023: ব্যর্থ কে এল রাহুলকে নিয়ে গৌতম গম্ভীর-রাশিদ লতিফের মধ্যে লেগে গেল


আরও পড়ুন: Sourav Ganguly: বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করলেন সস্ত্রীক সৌরভ গঙ্গোপাধ্যায়


৩৬ লক্ষ টাকার স্ট্যাম্প ডিউটিতে হওয়া চুক্তির কাগজপত্র ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। জানা গিয়েছে, ৬ কোটির টাকার বিনিময়ে ভিলাটি কিনেছেন টিম ইন্ডিয়ার প্রাক্তন অধিনায়ক। আইনজীবী মহেশ মাত্রে বলেন, “প্রকৃতির কোলে থাকার জন্য এটি আদর্শ স্থান। তাছাড়া জেটি থেকে এই আবাসের দূরত্ব মাত্র পাঁচ মিনিট।" 


এর আগে গত বছর সেপ্টেম্বরে এই আলিবাগেই ১৯ কোটি ২৪ লক্ষ টাকা দিয়ে একটি ফার্মহাউস কিনেছিলেন বিরাট। আলিবাগের মাত্রোলি গ্রামে চার একর জমি কেনা আছে ভারত অধিনায়ক রোহিত শর্মারও। 



(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)