নিজস্ব প্রতিবেদন: কয়েকদিন আগেই ভারত-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজকে অ্যাসেজ-এর সঙ্গে তুলনা করেছিলেন প্রাক্তন অজি স্পিডস্টার ব্রেট লি। এবার বিরাট কোহলির ক্যাপ্টেন্সি অনেকটা রিকি পন্টিং এর মতো বলে তুলনা টানলেন তিনি।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ব্রেট লি-র মতে, " সবার একটা নিজস্ব স্টাইল থাকে। তবে বিরাটের ক্যাপ্টেন্সির সঙ্গে রিকির অনেক মিল আছে। দুজনেই একই রকম আগ্রাসী। এই কারণে বিরাটের ক্যাপ্টেন্সি দেখতে ভালো লাগে।"


প্রাক্তন অস্ট্রেলিয়া অধিনায়ক রিকি পন্টিং-এর সঙ্গে আরও এক জায়গায় বিরাট কোহলির মিল খুঁজে পেয়েছেন ব্রেট লি। তিনি বলেছেন, "অধিনায়ক হিসেবে দারুণ সফল হওয়ার পাশাপাশি দুজনেই বিশ্বের অন্যতম সেরা ব্যাটসম্যান। ব্যাটসম্যান হিসেবে এরা দুজনেই সফল এবং জনপ্রিয়।"



আরও পড়ুন- মর্মান্তিক! লকডাউনে ভারতের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক আজ পাথর ভাঙার শ্রমিক!