নিজস্ব প্রতিবেদন :  ইডেন গার্ডেন্সে পিঙ্ক বল টেস্টে দুরন্ত শতরান ভারত অধিনায়ক বিরাট কোহলির। অন্যদিকে পাকিস্তানের বিরুদ্ধে সিরিজে দুই টেস্টেই ব্যর্থ স্টিভ স্মিথ। আর তাতেই বাজিমাত্ করলেন বিরাট কোহলি। স্টিভ স্মিথকে সরিয়ে  ফের আইসিসি র‌্যাঙ্কিংয়ে ব্যাটসম্যানদের তালিকায় শীর্ষে কিং কোহলি।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

নির্বাসন কাটিয়ে টেস্টে প্রত্যাবর্তনের পর মাত্র তিন ইনিংসেই বাজিমাত্ করছিলেন স্টিভ স্মিথ। অ্যাসেজে দুরন্ত পারফরম্যান্স করে ভারত অধিনায়ক বিরাট কোহলিকে সরিয়ে আইসিসি টেস্ট র‌্যাঙ্কিংয়ে ব্যাটসম্যানদের তালিকায় শীর্ষস্থানে উঠে এসেছিলেন স্টিভ স্মিথ। সেটা ছিল সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ। ঠিক তিন মাস পর ডিসেম্বরের প্রথম সপ্তাহেই স্মিথকে সরিয়ে সিংহাসন দখল করলেন কোহলি।


আরও পড়ুন - ভারতের বিরুদ্ধে সিরিজ শুরুর আগেই ব্যাটিং কোচ নিয়োগ করল ওয়েস্ট ইন্ডিজ


বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্টে রান না পেলেও ইডেন গার্ন্সে দ্বিতীয় টেস্টে ১৩৬ রানের ঝকঝকে ইনিংস খেলেন বিরাট। আর তার পরেই স্মিথের ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছিলেন। অন্যদিকে পাকিস্তানের বিরুদ্ধে দুটি টেস্টেই রান পাননি স্মিথ। গাব্বায় প্রথম টেস্টে ৪ রান আর অ্যাডিলেডে দ্বিতীয় টেস্টে করেন ৩৬ রান। আর তাতেই রেটিং পয়েন্ট কমে যায় স্মিথের। স্টিভকে টপকে যান বিরাট।



বুধবার আইসিসি-র প্রকাশিত র‌্যাঙ্কিংয়ে ব্যাটসম্যানদের তালিকায় ৯২৮ রেটিং পয়েন্ট নিয়ে এক নম্বরে বিরাট কোহলি। অন্যদিকে ৯২৩ রেটিং পয়েন্ট নিয়ে দু নম্বরে নেমে গেলেন স্টিভ স্মিথ। ৮৭৭ পয়েন্ট নিয়ে তিন নম্বরে কিউই অধিনায়ক কেন উইলিয়ামসন। চার নম্বরে চেতেশ্বর পূজারা। অ্যাডিলেডে অপরাজিত ৩৩৫ রানের ইনিংসের সৌজন্যে ১২ ধাপ ওপরে উঠে আইসিসি র‌্যাঙ্কিংয়ে ব্যাটসম্যানদের তালিকায় পাঁচ নম্বরে রয়েছেন ডেভিড ওয়ার্নার।