স্টিভ স্মিথ ও বিরাট কোহলির মধ্যে কাকে সেরা বাছলেন সৌরভ, জেনে নিন
বিরাট কোহলি না স্টিভ স্মিথ- দুই তারকা ব্যাটসম্যানের মধ্যে কে সেরা? ক্রিকেটমহলে জোর চর্চা।
সুখেন্দু সরকার
সদ্য সমাপ্ত অ্যাসেজ সিরিজে যেন স্বপ্নের ফর্মে ছিলেন স্টিভ স্মিথ। নির্বাসন কাটিযে টেস্ট ক্রিকেটে প্রত্যাবর্তনেই আইসিসি র্যাঙ্কিংয়ে সিংহাসন পুনরুদ্ধার করেছেন অজি তারকা ব্যাটসম্যান। অ্যাসেজ সিরিজ চলাকালীনই আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ে ব্যাটসম্যানদের তালিকায় বিরাটকে টপকে শীর্ষস্থান দখল করেন স্টিভ স্মিথ। বিরাট কোহলি না স্টিভ স্মিথ- দুই তারকা ব্যাটসম্যানের মধ্যে কে সেরা? ক্রিকেটমহলে জোর চর্চা। প্রাক্তন ভারতীয় অধিনায়ক সৌরভ গাঙ্গুলি অবশ্য দুই ব্যাটসম্যানের মধ্যে তুলনা চান না৷ তবে কিছুটা হলেও যেন বিরাটকে এগিয়ে রাখলেন মহারাজ।
বিরাট কোহলি - স্টিভ স্মিথ, সেরা কে? TSK25K RUN অনুষ্ঠানে এসে প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গাঙ্গুলি স্পষ্ট জানিয়ে দিলেন, "এই ধরণের কিছু কিছু প্রশ্নের উত্তর দেওয়া অনেক সময়ই সম্ভব হয় না। কে এগিয়ে, কে পিছিয়ে? বিষয়টা পুরোপুরি পারফরম্যান্স নির্ভর। বিরাট বিশ্বের সেরা ব্যাটসম্যান। আর সেটা আমাদের আনন্দ দেয়। তাই কে এগিয়ে, কে পিছিয়ে এসব নিয়ে ভাবার দরকার নেই।"
আরও পড়ুন - "ঘরের মাঠে ভারত ভয়ঙ্কর", ভারত-দক্ষিণ আফ্রিকা সিরিজ প্রসঙ্গে মত মহারাজের
সদ্য সমাপ্ত অ্যাসেজ সিরিজে সাত ইনিংসে ৭৭৪ রান করেছেন স্টিভ স্মিথ৷ টেস্টে স্মিথের সেঞ্চুরি সংখ্যা ২৬। সৌরভ মনে করেন, পারফরম্যান্স স্মিথের হয়ে কথা বলছে। তিনি বলেন," স্টিভ স্মিথের রেকর্ডই ওর হয়ে কথা বলছে। ২৬টা টেস্ট সেঞ্চুরি। অসাধারণ রেকর্ড।"