ওয়েব ডেস্ক: ২০ ওভারের ক্রিকেটে বিশ্ব রেকর্ড গড়লেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। ১০১৬ রান। আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে রান তাড়া করতে নেমে এটাই এখন 'বিরাট স্কোর'। কোহলির আগে ২০ ওভারের ক্রিকেটে রান তাড়া করে সবথেকে বেশি রান করার নজির ছিল ব্র্যান্ডন ম্যাককালামের (১০০৬ রান)। বুধবার শ্রীলঙ্কার বিরুদ্ধে ৮২ রানের নায়কোচিত ইনিংস উপহার দিয়ে বিরাট কেবল দলকে জেতালেনই না, ভাঙলেন প্রাক্তন কিউই অধিনায়কের রেকর্ড। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

এই তালিকায় বিরাটের পরই আছেন হার্ড হিটার ওপেনার হিসেবে পরিচিত ম্যাককালাম। এই তালিকায় আছেন নিউজিল্যান্ডের আরও এক তারকা ব্যাটসম্যান মার্টিন গুপটিল। রান তাড়া করতে নেমে সর্বোচ্চ রান করার তালিকায় তৃতীয় স্থানে আছেন অস্ট্রেলিয়ার সহ-অধিনায়ক ডেভিড ওয়ার্নার। 


উল্লেখ্য, ২০ ওভারের ক্রিকেটে কোহলি এখন বিশ্বের তৃতীয় সর্বোচ্চ রান স্কোরার (১,৮৩০)। ভারত অধিনায়কের আগে এই তালিকায় আছেন শ্রীলঙ্কার কিংবদন্তি ক্রিকেটার তিলকেরত্নে দিলশান এবং কিউই কিংবদন্তি ব্র্যান্ডন ম্যাককালাম।