নিজস্ব প্রতিবেদন- প্রতিটি উত্সবের সময়ই তাঁর বার্তা আসে। দেশবাসীক শুভেচ্ছা জানান তিনি। তবে এবার সারা বিশ্বের পরিস্থিতি একেবারে আলাদা। কোভিড হানায় মানুষের জীবনযাত্রা বিপর্যস্ত। দীর্ঘদিন লকডাউনে থাকার ফলে মানসিক অবস্থাও বেশ খারাপ। তার মধ্যে উত্সবের মরশুমে মানুষ প্রিয়জনদের সঙ্গে আনন্দে মেতে উঠে একটু চাঙ্গা হতে চেয়েছিল। কিন্তু সেখানেও বাধা। করোনার আবহে এবারের দীপাবলি ঝলমলে নয়। আতশবাজি ফাটানোর ব্যাপারে সরকারী নিষেধাজ্ঞা জারি হয়েছে। ফলে আলোর উত্সবেও যেন অন্ধকারের হানা। সরকারের নির্দেশ মানতে জনতার কাছে আবেদন করেছিলেন ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহলি। একটা বছর দেশবাসীকে বাজি না পোড়ানোর আবেদন করেছিলেন তিনি। আর তাতেই তাঁকে অনেক কথা শুনতে হল।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

টুইটারের মাধ্যমে দেশবাসীকে দীপাবলির শুভেচ্ছা জানান কোহলি। সেইসঙ্গে এবার বাজি না পোড়ানোর আর্জি জানান। প্রশাসনের তরফে বারবার বলা হচ্ছে, এবার বাজি পুড়লে কোভিড পরিস্থিতি আরও মারাত্মক হতে পারে। কারণ করোনা শ্বাসতন্ত্রকেই আক্রমণ করে। ফলে বাতাসে দূষণ ছড়ালে করোনা পরিস্থিতি আরও জটিল হয়ে যেতে পারে। কিন্তু কোহলির সেই আর্জি বেশ কিছু সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীর পছন্দ হয়নি। তাঁরা কোহলিকে ব্যাপক ট্রোল করলেন। বিরাট যেন ভবিষ্যতে এরকম আর্জি আর না করেন, এমনও বললেন কেউ কেউ। 





কোহলি বলেছিলেন, আপনাদের সবাইকে দীপাবলির অনেক শুভেচ্ছা। মনে রাখবেন, এবার বাজি পোড়ানো চলবে না। আপনারা বাড়িতে প্রিয়জনের সঙ্গে দিওয়ালি উদযাপন করুন। মটির প্রদীপ ও মিষ্টি মুখে উত্সবে মেতে উঠুন। তার পরই তাঁকে চাচাছোলা ভাষায় আক্রমণ করা হয়। এক ইউজার লেখেন, ''এই মানুষটার মেরুদণ্ড নেই। পশুদের হত্যা করার উত্সবের সময় ইনি কিছু বলেন না। উনি শুধু বলবেন, পশুরা বাজি ফাটলে ভয় পায়।'' আরেক ইউজার লিখেছেন, ''আপনি ক্রিকেটার। আমরাই আপনাকে ভালবাসা, পরিচিতি, সম্মানে ভরিয়ে দিয়েছি। তাই বলে এটা কখনও ভাববেন না যে আপনি হিন্দুদের সামাজিক বা ধর্মীয় গুরু। অকারণ জ্ঞান দেবেন না। আপনি সেটা দেওয়ার উপযুক্ত ব্যক্তি নন।''