Virat Kohli: বিরাটকে ফের একবার অধিনায়ক করার দাবি তুলে দিলেন প্রাক্তন নির্বাচক প্রধান!
বিরাটের হয়ে এমএসকে প্রসাদ সওয়াল করলেও, `কিং কোহলি`-র বয়স এখন ৩৪। সেক্ষেত্রে ভবিষ্যতের দিকে তাকিয়ে কার হাতে ভারতীয় দলের দায়িত্ব তুলে দেওয়া উচিত?
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: শুধু আইসিসি (ICC) ইভেন্ট নয়। একাধিক বড় সিরিজেও অধিনায়ক হিসেবে একেবারে ফ্লপ রোহিত শর্মা (Rohit Sharma)। এমন প্রেক্ষাপটে 'হিটম্যান'-কে টিম ইন্ডিয়ার (Team India) অধিনায়কত্ব থেকে সরিয়ে ফেলার দাবি জোরাল হচ্ছে। সুনীল গাভাসকর (Sunil Gavaskar) থেকে শুরু করে একাধিক প্রাক্তন ক্রিকেটার রোহিতকে নেতা হিসেবে আর দেখতে রাজি নন। তাই ফের একবার বিরাট কোহলির (Virat Kohli) হাতে নেতৃত্ব তুলে দেওয়ার দাবি উঠল। ওয়েস্ট ইন্ডিজের (West Indies) বিরুদ্ধে ১২ জুলাই থেকে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। এর আগে এমনই দাবি তুলে দিলেন প্রাক্তন জাতীয় নির্বাচক প্রধান এমএসকে প্রসাদ (MSK Prasad)।
এমএসকে প্রসাদ বলেন, "কেন বিরাট কোহলির হাতে ফের অধিনায়কত্ব তুলে দেওয়া হবে না? অজিঙ্কা রাহানে টেস্ট দলে কামব্যাক করেই সহ-অধিনায়ক হয়ে গিয়েছে। তাহলে বিরাট কেন আবার অধিনায়ক হবে না?" এখানেই থেমে না থেকে প্রসাদ ফের যোগ করেন, "বিরাট এই মুহূর্তে কেমন মানসিক অবস্থায় আছে জানা নেই। যদি শেষ পর্যন্ত রোহিতকে সরে যেতে হয়, তাহলে বিরাটকে ফের একবার ভেবে দেখা যেতেই পারে। অধিনায়ক হিসেবে বিরাটের সাফল্য সবাই জানে।"
আরও পড়ুন: Sunil Gavaskar: 'সানি ডেইজ', আইডল লিটল মাস্টারকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন মাস্টার ব্লাস্টার
আরও পড়ুন: Igor Stimac: জোড়া ট্রফি জিতেও বিস্ফোরণ ঘটালেন সুনীল-সন্দেশদের হেডস্যর! কিন্তু কেন?
বিরাটের হয়ে এমএসকে প্রসাদ সওয়াল করলেও, 'কিং কোহলি'-র বয়স এখন ৩৪। সেক্ষেত্রে ভবিষ্যতের দিকে তাকিয়ে কার হাতে ভারতীয় দলের দায়িত্ব তুলে দেওয়া উচিত? সেই প্রশ্নের জবাবে এমএসকে প্রসাদ বলেন, "আমার মতে অধিনায়ক হওয়ার যোগ্য ব্যক্তি ঋষভ পন্থ। তবে এর আগে তো ঋষভকে সুস্থ হয়ে মাঠে ফিরতে হবে। ভারতের একমাত্র উইকেটকিপার হিসেবে অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ডে শতরান করার নজির গড়েছে। তাই ওর হাতে ভারতীয় দলের দায়িত্ব তুলে দেওয়া যেতেই পারে।"