ওয়েব ডেস্ক: দেশ যখন নতুন কোচ বিতর্কে সরগরম, তখন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি ক্রিকেট থেকে অনেকদূরে। ছুটি কাটাচ্ছেন আমেরিকায়। সঙ্গে রয়েছেন গার্লফ্রেন্ড অনুষ্কা শর্মা। ওয়েস্ট ইন্ডিজ সফর সফলভাবে শেষ করেই বিরাট উড়ে গিয়েছেন মার্কিন মুলুকে। অনুষ্কা শর্মা সেখানে রয়েছেন আইফা অ্যাওয়ার্ডের জন্য।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন আজ বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ডু অর ডাই ম্যাচ ভারতের মহিলা ক্রিকেট দলের


দুজনই মাঝেমাঝে সোশ্যাল মিডিয়ায় নিজেদের ছবি পোস্ট করছেন। বিরাট লেটেস্ট আরও একটি ছবি আপলোড করেছেন সোশ্যাল মিডিয়ায়। সঙ্গে লিখেছেন, 'ব্রুকলিনের বানা ক্যাফেতে লাঞ্চ সারলাম। দারুণ জায়গা।' ছবিটা দেখেই নিন এবার। প্রসঙ্গত, আমেরিকায় ছুটি কাটিয়ে ফিরে এসেই ভারতীয় দলের সঙ্গে যোগ দেবেন তিনি। আর তারপরেই উড়ে যাবেন শ্রীলঙ্কা সফরের উদ্দেশ্যে। সেখানে তিনটি টেস্ট, পাঁচটি একদিনের ম্যাচ এবং একটি টি২০ ম্যাচ খেলবে ভারতীয় দল।



আরও পড়ুন  সাদা অন্তর্বাস না পড়ায় বিপাকে পড়লেন জুনিয়র উইম্বলডনের দুই খেলোয়াড়