বিরাটের নতুন `হেয়ার কাট` দেখে কি `ওয়াদা` রাখবেন অনুষ্কা?
প্রেমে মন ভেঙেছে ঠিকই। কিন্তু মন জিতেছেন ক্রিকেটে। শুধু ক্রিকেটই বা বলি কেন! বিরাটের আচার-আচরণ, বিরাটের স্টাইল, বিরাটের সমস্ত `বিরাট-বিরাট` ব্যাপার গুলোতে `বিরাট` রকম ভক্ত তাঁর অনুরাগীরা। ২ মাস আগেও বিরাট অনুরাগী ছিলেন বলিউডের হার্ট থ্রব অনুষ্কা শর্মা। প্রেমে বিচ্ছেদের পর অনুষ্কা `বিরাট` ব্যস্ত তাঁর পরবর্তী ছবি সুলতানের জন্য। বিরাটও বিরাট ধামাকা করে চলেছেন ক্রিকেটের ২২ গজে। কিন্তু প্রেমে ১০০ শতাংশ আছেন। অনুষ্কার মান ভাঙ্গাতে কখনও গাইছেন, `যো ওয়াদা কিয়া থা, নিভানা পরেগা`, আবার টুইটারে বিশ্ব নারী দিবসে পোস্ট করছেন `SORRY`। কিছুতেই কিছু হচ্ছে না। শেষমেষ, `Much Needed Hair Cut`। গুঞ্জনে কান পাতলে শোনা যাচ্ছে অনুষ্কার নাকি এই হেয়ার কাট খুব পছন্দের! ভালবাসায় বিচ্ছেদ,
ওয়েব ডেস্ক: প্রেমে মন ভেঙেছে ঠিকই। কিন্তু মন জিতেছেন ক্রিকেটে। শুধু ক্রিকেটই বা বলি কেন! বিরাটের আচার-আচরণ, বিরাটের স্টাইল, বিরাটের সমস্ত 'বিরাট-বিরাট' ব্যাপার গুলোতে 'বিরাট' রকম ভক্ত তাঁর অনুরাগীরা। ২ মাস আগেও বিরাট অনুরাগী ছিলেন বলিউডের হার্ট থ্রব অনুষ্কা শর্মা। প্রেমে বিচ্ছেদের পর অনুষ্কা 'বিরাট' ব্যস্ত তাঁর পরবর্তী ছবি সুলতানের জন্য। বিরাটও বিরাট ধামাকা করে চলেছেন ক্রিকেটের ২২ গজে। কিন্তু প্রেমে ১০০ শতাংশ আছেন। অনুষ্কার মান ভাঙ্গাতে কখনও গাইছেন, "যো ওয়াদা কিয়া থা, নিভানা পরেগা", আবার টুইটারে বিশ্ব নারী দিবসে পোস্ট করছেন 'SORRY'। কিছুতেই কিছু হচ্ছে না। শেষমেষ, 'Much Needed Hair Cut'। গুঞ্জনে কান পাতলে শোনা যাচ্ছে অনুষ্কার নাকি এই হেয়ার কাট খুব পছন্দের! ভালবাসায় বিচ্ছেদ,
"আমি রূপে তোমায় ভোলাবো না", না, রূপেই কী ভুলবেন অনুষ্কা?