নিজস্ব প্রতিবেদন:   আইপিএল শেষে আড়াই মাসের লম্বা অস্ট্রেলিয়া সফরে ১২ নভেম্বর সিডনিতে পৌঁছেছে টিম ইন্ডিয়া। সিডনিতে পৌঁছে ১৪ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টিনে কোহলিরা। সিডনির অলিম্পিক পার্কের পুলম্যান হোটেলে রয়েছেন শাস্ত্রী-কোহলিরা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

১৪ নভেম্বর দীপাবলির দিনেই মাঠে নেমে পড়ে টিম ইন্ডিয়া। টিম হোটেলের জিমে গা ঘামান কয়েকজন ক্রিকেটার।  নিউ সাউথ ওয়েলস সরকারের অনুমতি নিয়ে মাঠেও অনুশীলন করতে শুরু করে দিয়েছেন ভারতীয় দলের ক্রিকেটাররা।


সিডনির অলিম্পিক পার্কের পুলম্যান হোটেলে ভারত অধিনায়ক বিরাট কোহলির জন্য রয়েছে বিশেষ ব্যবস্থা।  পুলম্যান হোটেলের বিলাসবহুল সুইটে থাকছেন বিরাট কোহলি। অস্ট্রেলিয়ার রাগবি দলের কিংবদন্তি ব্র্যাড ফিটার এই সুইটে থাকতেন। সেই সুইটেই কোয়ারেন্টিন কাটাচ্ছেন কিং কোহলি। ডনের দেশে কোয়ারেন্টিনে কেমন কাটছে কোহলির? ছবি পোস্ট করলেন বিরাট।



করোনা পরবর্তী সময়ে অস্ট্রেলিয়া সফর দিয়েই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে চলেছে টিম ইন্ডিয়া। ২৭ নভেম্বর থেকে শুরু হচ্ছে ভারতীয় ক্রিকেট দলের অস্ট্রেলিয়া সফর। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ, তিন ম্যাচের টি -টোয়েন্টি সিরিজ আর চার টেস্টের সিরিজ খেলবে ভারত। ১৭ ডিসেম্বর থেকে শুরু বর্ডার-গাভাসকার টেস্ট সিরিজ। অ্যাডিলেডে দিন-রাতের পিঙ্ক টেস্ট খেলেই পিতৃত্বকালীন ছুটি নিয়ে দেশে ফিরবেন ভারত অধিনায়ক বিরাট কোহলি।



আরও পড়ুন - ব্রাজিলের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে নামার আগে করোনায় আক্রান্ত সুয়ারেজ