ওয়েব ডেস্ক: কলম্বো টেস্টেও ভারত জিতেছে এক ইনিংস এবং ৫৩ রানে। ফলে তিন টেস্টের সিরিজের একটি ম্যাচ বাকি থাকতেই শ্রীলঙ্কায় গিয়ে টেস্ট সিরিজ জিতে নিল ভারত। আর ক্যাপ্টেন কোহলি এই নিয়ে টানা আটটি টেস্ট সিরিজ জিতলেন। সেইজন্য বিরাট কোহলির জন্য চারপাশ থেকে যতই প্রশংসা উড়ে আসুক, শ্রীলঙ্কাকে একমাত্র বিশ্বকাপ জেতানো ক্যাপ্টেন অর্জুন রনতুঙ্গা কিন্তু এখনই ক্যাপ্টেন কোহলিকে বেশি নম্বর দিতে চান না। একটি সাক্ষাত্কারে রনতুঙ্গা বলেছেন, 'আমি বিরাটের ব্যাটিং দেখেছি। ব্যাটসম্যান বিরাটকে অনেক বেশি নম্বর দেব। কিন্তু ক্যাপ্টেন কোহলিকে এখনই কোনও নম্বর দিতে চাই না। ওকে আরও অনেক দূরে যেতে হবে। ভারতের অন্য অধিনায়করা যেমন, মহম্মদ আজাহারউদ্দিন, কপিল দেব কিংবা মহেন্দ্র সিং ধোনির মতো ক্যাপ্টেন হওয়ার জন্য ওকে আরও সময় দিতে হবে।'


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন রাজধানী দিল্লি থেকে শুরু হবে অনূর্ধ্ব সতরো বিশ্বকাপের ট্রফি ট্যুর


অর্জুন রনতুঙ্গা বলেছেন, 'আমি ওকে অবশ্যই একটু সংযত হওয়ার পরামর্শ দিতাম। যদিও বিরাট আমার সঙ্গে একমত হত না হয়তো। আসলে, ভারত, শ্রীলঙ্কা, এরকম দেশের ক্রিকেটারদের থেকে গোটা বিশ্ব এমন আচরণই দেখে অভ্যস্থ। আগ্রাসনটা অজিরা, ইংরেজরা দেখায়। ওটা একেবারেই আমাদের সংস্কৃতি নয়। আগ্রাসন অবশ্যই দেখাবো। কিন্তু যখন দরকার পড়বে তখন। সবসময় কেন? বিরাটের আগ্রাসনটা কমালে ভাল হবে।'


আরও পড়ুন  পুরনো দল ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের বিরুদ্ধে রোনাল্ডোর মাঠে নামা নিয়ে জল্পনা