নিজস্ব প্রতিবেদন:   বিরাট কোহলির প্রশংসায় পঞ্চমুখ ভারতের প্রাক্তন অধিনায়ক সুনীল গাভাসকর। তাঁর মতে এই দশকে ভারতের হয়ে একদিনের ক্রিকেটে সবথেকে প্রভাবশালী ক্রিকেটারের নাম হল বিরাট কোহলি। মহেন্দ্র সিং ধোনিকে পেছনে ফেলে প্রভাব বিস্তারে বিরাট ফারাক গড়ে দিয়েছেন কোহলি, মনে করেন সানি।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন - কোহলির পথেই কেন! পিতৃত্বকালীন ছুটি নিলেন কিউই অধিনায়ক



২০০৮ সালে একদিনের ক্রিকেটে ভারতের হয়ে অভিষেক ঘটে বিরাট কোহলির। দীর্ঘ ১২ বছরের আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ারে ২৫১টি একদিনের ম্যাচ খেলেছেন তিনি। সচিনকে ছাপিয়ে সবচেয়ে কম ইনিংস খেলে একদিনের ক্রিকেটে বারো হাজার রান পূর্ণ করেছেন বিরাট। ওয়ান ডে-তে ৪৩ টি সেঞ্চুরি ৬০টি হাফ সেঞ্চুরি করেছেন। একদিনের ক্রিকেটে বিরাটের ব্যাটিং গড় ৫৯.৩১।



সুনীল গাভাসকর বলেন, "সবচেয়ে প্রভাবশালী ক্রিকেটার বেছে নিতে হলে আমি শুধু রান বা উইকেট দেখব না। দলের জয়ে সেই ক্রিকেটারের কতটা কার্যকরী ভূমিকা রয়েছে, সেটাও সমান গুরুত্বপূর্ণ । আর সেই দিক থেকে আমার বিচারে এগিয়ে থাকবে বিরাট।"



যদিও সুনীল গাভাসরের সঙ্গে একমত হতে পারছেন না অস্ট্রেলিয়ার প্রাক্তন ওপেনার ম্যাথু হেডেন। তাঁর মতে ২০১১ সালে ভারতকে বিশ্বকাপ এনে দেওয়া মহেন্দ্র সিং ধোনি সবচেয়ে প্রভাবশালী ক্রিকেটার।



আরও পড়ুন - কোচ এবং CRPF কর্তার বিরুদ্ধে ধর্ষণের গুরুতর অভিযোগ মহিলা কুস্তিগীরের