নিজস্ব প্রতিবেদন : ক্যারিবিয়ান সফরে শুরু থেকেই দুরন্ত ফর্মে রয়েছেন বিরাট কোহলি। এই সফরে পর পর দুটো ওয়ান ডে সেঞ্চুরি করে ফেলেছেন কিং কোহলি। অ্যান্টিগায় স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে প্রথম টেস্টে সেঞ্চুরি করতে পারলেই প্রাক্তন অজি অধিনায়ক রিকি পন্টিংয়ের এক রেকর্ড ছুঁয়ে ফেলবেন ক্যাপ্টেন বিরাট কোহলি।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING



অস্ট্রেলিয়ার অধিনায়ক হিসেবে টেস্ট ক্রিকেটে ১৯টি সেঞ্চুরি করেছেন রিকি পন্টিং। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট সিরিজে মাঠে নামার আগে অধিনায়ক হিসেবে বিরাট কোহলির সেঞ্চুরির সংখ্যা ১৮। আর একটা সেঞ্চুরি করতে পারলেই অধিনায়ক রিকি পন্টিংয়ের এই রেকর্ড ছুঁয়ে ফেলবেন ক্যাপ্টেন কোহলি।


আরও পড়ুন - আজ ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট খেলতে নামছে ভারত, কোথায় কখন দেখবেন ম্যাচের সরাসরি সম্প্রচার, জেনে নিন


তালিকায় শীর্ষে রয়েছেন দক্ষিণ আফ্রিকার প্রাক্তন অধিনায়ক গ্রেম স্মিথ। অধিনায়ক হিসেবে টেস্ট ক্রিকেটে সবচেয়ে বেশি ২৫টি সেঞ্চুরি করেছেন স্মিথ।