জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আগামী ২৩ অক্টোবর 'মাদার অফ অল ব্যাটেল' দিয়েই ভারতের টি-২০ বিশ্বকাপ (T20 World Cup 2022) অভিযান শুরু হবে। চিরপ্রতিদ্বন্দী পাকিস্তানের বিরুদ্ধে মাঠে নামছে টিম ইন্ডিয়া (Team India)। মেলবোর্নে মুখোমুখি হবে দুই দল। গত বৃহস্পতিবার ভোরেই অস্ট্রেলিয়া উড়ে গিয়েছে রোহিত শর্মার (Rohit Sharma) টিম ইন্ডিয়া (Team India)। ক্যাঙারুর দেশে সবার আগে পা রেখেছে নীল জার্সিধারীরা। আয়োজক দেশে দিন ১৬-১৭ আগে চলে আসার নেপথ্যে টিম ম্যানেজমেন্টের একটাই ভাবনা রয়েছে। অস্ট্রেলিয়ার আবহাওয়ার সঙ্গে আগাম মানিয়ে নেওয়া। অস্ট্রেলিয়ায় পা রেখেই কিন্তু ভারতীয় দল অনুশীলন শুরু করে দিয়েছে। বিরাট কোহলির (Virat Kohli) নেট সেশনের একটি ভিডিয়ো নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে ব্যাটিং মায়েস্ত্রো পারথের নেটে ব্যাট হাতে ঝলসাচ্ছেন। বিরাট বুঝিয়ে দিলেন ছন্দেই দেখা যাবে তাঁর ব্যাটে। গতবার বিরাটের নেতৃত্বে রোহিতরা বিশ্বকাপের গ্রুপ পর্যায় থেকেই ছিটকে গিয়েছিল। এবার রোহিতের নেতৃত্বে দায়মুক্ত বিরাট খেলতে পারবেন একদম ফ্রি হয়ে। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

গত সেপ্টেম্বরে দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে কোহলি পেয়েছিলেন বহু প্রতীক্ষিত সেঞ্চুরি। এশিয়া কাপের় নিয়মরক্ষার ম্যাচে আফগানিস্তানের বিরুদ্ধে ঝলসে উঠেছিল তাঁর ব্যাট। ১০০-২০০ বা ৫০০ দিন নয়, গুনে গুনে ১০২০ দিন পর সেঞ্চুরির মুখ দেখেছিলেন বিরাট কোহলি। কেরিয়ারের ৭১ তম সেঞ্চুরি পান কোহলি। এর সঙ্গেই আন্তর্জাতিক টি-২০ ফরম্যাটে দেশের জার্সিতে করেন প্রথম সেঞ্চুরি। ২০২০ সালের ২৩ নভেম্বর বাংলাদেশের বিরুদ্ধে কলকাতার ইডেন গার্ডেন্সে দিন-রাতের টেস্টে শেষবার তিন অঙ্কের রান করেছিলেন কোহলি। এরপর ক্রিকেটের কোনও ফরম্যাটেই সেঞ্চুরির মুখ দেখেননি কোহলি।


আরও পড়ুন: Virat Kohli, Olympics: অলিম্পিকে ক্রিকেটকে যোগ করতে কোহলির 'বিরাট' জনপ্রিয়তাকে অস্ত্র করছে আইসিসি



এশিয়া কাপে নামার আগে কোহলির মনের মধ্যে যে সুনামি চলছিল, তা কোহলিই সবচেয়ে ভাল জানেন। এশিয়ার সেরা হওয়ার লড়াইয়ে নামার আগে ভারতের প্রাক্তন অধিনায়ক বলে দিয়েছিলেন যে, তিনি ডিপ্রেশনের মধ্যে দিয়ে যাচ্ছিলেন। এক মাস ছুঁয়ে দেখেননি ব্যাট! যে কথা কার্যত অবিশ্বাস্য মনে হয়েছিল। ক্রিকেট যদি ধর্ম হয়, তাহলে অন্যতম শ্রেষ্ঠ ধার্মিকের তকমা কোহলির কপালে লেখা হয়ে গিয়েছে অনেক আগেই। ক্রিকেটের তিন ফরম্যাট ও আইপিএলে ধারাবাহিক ছন্দহীনতায় কোহলিকে কপিল দেবের মতো প্রাক্তনরা ছেঁটে ফেলেছিলেন। বিশ্বকাপজয়ী কিংবদন্তি অধিনায়ক বলে দিয়েছিলেন 'কিং কোহলি'কে টি-টোয়েন্টি দল থেকে কেন বাদ দেওয়া হবে না! বাইশ গজে বিরাটের সেই আগ্রাসী ব্যাট কোথাও যেন কর্পূরের মতো উবে গিয়েছিল। স্বভাবতই কোহলির 'বিরাট' ব্যর্থতা নিয়ে সমালোচনা বেড়েই চলেছিল। কিন্তু কোহলি সমালোচকদের মুখ বন্ধ করে দিলেন সেই ব্যাট শাসনেই।  


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)