নিজস্ব প্রতিবেদন: আইপিএল-এর (IPL) ১৫ বছরের কেরিয়ারে এই নিয়ে চতুর্থবার 'গোল্ডেন ডাক' হলেন বিরাট কোহলি (Virat Kohli)। গত ম্যাচে লখনউ সুপার জায়ান্টের (Lucknow Super Giants) বিরুদ্ধে নেমেছিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (Royal Challengers Bangaloere)। তিনে ব্যাট করতে নেমে দুষ্মন্ত চামিরার (Dushmantha Chameera) প্রথম ডেলিভারিতেই দীপক হুডার (Deepak Hooda) হাতে ক্যাচ তুলে দেন বিরাট। এর আগে ক্রোড়পতি লিগে তিনবার প্রথম বলেই আউট হয়েছিলেন। ২০০৮ সালে মুম্বই ইন্ডিয়ান্স (Mumabi Indians), ২০১৪ সালে পঞ্জাব কিংস (Punjab Kings) ও ২০১৭ সালে কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) বিরুদ্ধে 'গোল্ডেন ডাক' হয়েছিলেন তিনি। তবে তো শুধু 'গোল্ডেন ডাক' হওয়া নয়, চলতি আইপিএল-এ (IPL 2022) একেবারেই ছন্দে নেই 'কিং কোহলি'। তাই প্রিয় বিরাটকে এ বার বিশ্রামে যাওয়ার পরামর্শ দিলেন রবি শাস্ত্রী (Ravi Shastri)। টিম ইন্ডিয়ার (Team India) প্রাক্তন কোচের মতে, বিরাট মানসিক ভাবে বিধ্বস্ত। অতীতের পারফরম্যান্স ফিরিয়ে আনতে হলে কিছুদিন ক্রিকেট থেকে দূরে থাকা দরকার তাঁর। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


শাস্ত্রী বলেছেন, "আমি সোজা কথা বলতে ভালবাসি। আমার মতে বিরাট এই মুহূর্তে মানসিক ভাবে বিধ্বস্ত। এই মুহূর্তে কাউকে যদি বিশ্রাম নিতে হয়, তাহলে সেই ব্যক্তি হল বিরাট। অন্তত দুই থেকে আড়াই মাস ওর বিশ্রাম নেওয়া উচিত। সেটা ইংল্যান্ড সফরের আগেও হতে পারে। কিংবা ইংল্যান্ড থেকে ফিরে এসেও বিশ্রাম নিতে পারে বিরাট। কারণ আমার মতে বিরাটের মধ্যে এখনও ছয়-সাত বছরের ক্রিকেট বাকি আছে। তাই স্বমহিমায় ফেরার জন্য ওর বিশ্রাম নেওয়া উচিত।" 


দেখতে গেলে বিরাটের ১৫ বছরের আইপিএল কেরিয়ারে এটাই সবচেয়ে খারাপ পারফরম্যান্সের নজির। সাত ম্যাচে এখনও পর্যন্ত বিরাটের ব্যাট থেকে ১১৯ রান এসেছে। তাঁর ব্যাট থেকে একটিও অর্ধ-শতরান আসেনি। সর্বোচ্চ মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ৪৮ রান। অথচ এই বিরাটই আইপিএল-এর ইতিহাসে সর্বোচ্চ রানশিকারি। যাঁর ঝুলিতে আছে ছয় হাজারের ওপর রান। ২০১৬ সালে তিনি ছিলেন আগুনে ফর্মে। করেছিলেন ৯৭৩ রান। হাঁকিয়ে ছিলেন চারটি শতরান। তবে এখন তাঁকে সেই চেনা ছন্দে দেখা যাচ্ছে না। এখন প্রশ্ন হচ্ছে,  টানা খেলার মানসিক ধকল কাটিয়ে উঠতে কি শাস্ত্রীর পরামর্শ নেবেন বিরাট?


আরও পড়ুন: Umesh Yadav, IPL 2022: KKR-এর তরুণ পেসারদের কাছে 'মেন্টর' হিসেবে ধরা দিলেন 'বিদর্ভ এক্সপ্রেস'


আরও পড়ুন: Umran Malik, IPL 2022: Kapil Dev-এর কাছ থেকে কোন টিপস পেলেন 'শ্রীনগর এক্সপ্রেস'? জানতে পড়ুন


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)