নিজস্ব প্রতিবেদন :  ক্যারিবিয়ান রাজপুত্র ব্রায়ান লারার কাছ থেকে বিরাট সার্টিফিকেট পেলেন ভারত অধিনায়ক কোহলি। কিং কোহলিকে ক্রিকেটের ক্রিশ্চিয়ানো রোনাল্ডো বললেন কিংবদন্তি এই ক্যারিবিয়ান ক্রিকেটার।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ব্রায়ান লারার মতে," ব্যাটিংকে অন্য এক পর্যায়ে নিয়ে গিয়েছেন কোহলি। ক্রিকেটের প্রতি নিষ্ঠা,অধ্যাবসায় আর দায়বদ্ধতা তাঁকে ভিন্ন পর্যায়ে অনন্য ক্রিকেটার করে তুলেছে।" কিংবদন্তি ক্রিকেটারের মতে,"কোহলির ফিটনেস আর মানসিক শক্তি এককথায় অবিশ্বাস্য।"


আরও পড়ুন- IND vs WI: জাদেজার রান আউট নিয়ে বিরাট ক্ষুব্ধ কোহলি!


ব্রায়ান লারা আরও মনে করেন ডন ব্র্যাডম্যানের সময়কার অস্ট্রেলিয়া দল কিংবা সাতের দশকের ক্লাইভ লয়েডের অপ্রতিরোধ্য ওয়েস্ট ইন্ডিজ দলেও, বিরাট কোহলি কিন্তু জায়গা করে নিতেন বলে দাবি লারার।