নিজস্ব প্রতিবেদন: অজিদের বিরুদ্ধে সিরিজের বাকি তিন টেস্টে আজিঙ্কে রাহানের (Ajinkya Rahane) উপর গুরুদায়িত্ব দিয়ে ডনের দেশ ছাড়লেন ভারত অধিনায়ক বিরাট কোহলি (Virat Kohli)। পিতৃত্বকালীন ছুটিতে দেশে ফিরছেন বিরাট কোহলি (Virat Kohli)। প্রথম সন্তানের জন্মের সময় স্ত্রী অনুষ্কা শর্মার (Anushka Sharma) পাশে থাকতে চান ভারত অধিনায়ক। নতুন বছরের শুরুতেই (Virat Kohli) বিরাট-অনুষ্কার (Anushka Sharma) জীবনে আসবে নতুন অতিথি।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ভারত অধিনায়ক বিরাট কোহলি (Virat Kohli) হয়তো দুঃস্বপ্নেও ভাবতে পারেননি যে ৩৬ রানে অলআউট হওয়ার চরম লজ্জা নিয়ে দেশে ফিরতে হবে তাঁকে। সূত্রের খবর, রাহানে-পূজারাদের চাঙ্গা করতে পেপ টক দিয়েই মঙ্গলবার দেশে ফেরার উড়ান ধরেন বিরাট কোহলি (Virat Kohli)।  দলের মনোবল বাড়াতে এবং সকলকে চাঙ্গা করতে এই বিশেষ বৈঠক বলে জানা গিয়েছে। পাশাপাশি সিরিজের বাকি তিন টেস্টে দলের নেতৃত্ব আজিঙ্কে রাহানের (Ajinkya Rahane) হাতে তুলে দেন বিরাট কোহলি (Virat Kohli)।


আরও পড়ুন- নিলামে Sir Donald Bradman-এর ব্যাগি গ্রিন ক্যাপের 'বিরাট' দর


চার ম্যাচের সিরিজে ০-১ এ পিছিয়ে গিয়েছে টিম ইন্ডিয়া (Team India)। বাকি তিন টেস্টে দলের নেতৃত্বভার এখন আজিঙ্কে রাহানের (Ajinkya Rahane) উপর। এমনিতেই দলের মনোবল অ্যাডিলেডে (Adelaide) দ্বিতীয় ইনিংসের স্কোরের মত তলানিতে গিয়ে ঠেকেছে। এই পরিস্থিতিতে টেস্ট সিরিজে ফিরে আসতে বিশেষ করে তরুণদের মনে সাহস যোগাতে বিশেষ উদ্যোগ নেন কোহলি (Virat Kohli) নিজেই। দেশে ফিরে এলেও টিম ইন্ডিয়ার হোয়াটসঅ্যাপ গ্রুপে (WhatsApp Group) ক্রিকেটারদের সঙ্গে সবসময় যোগাযোগ রেখে চলবেন বিরাট কোহলি Virat Kohli)।


আরও পড়ুন- ‘দিয়েগোর মৃত্যু এক ধরনের আত্মহত্যাই’; বিস্ফোরক দাবি  Maradona’র প্রাক্তন চিকিত্সকের