ভিভ আর ইমরানের মিশ্রন বিরাট কোহলি : রবি শাস্ত্রী
বিরাটের ব্যাটিং স্টাইল, বোলারদের ওপর কতৃত্ব, সঙ্গে উচ্চমানের ট্রেনিং ভিভকে মনে করিয়ে দেয়।
নিজস্ব প্রতিবেদন : তিনি বিরাট কোহলির অন্ধভক্ত। ক্যাপ্টেন কোহলিকে বিরাট সার্টিফিকেট দিলেন টিম ইন্ডিয়ার হেড কোচ রবি শাস্ত্রী। তিনি স্পষ্টতই জানিয়ে দিলেন বিরাট কোহলি ভিভ রিচার্ডস আর ইমরান খানের যোগফল।
আরও পড়ুন - দুইয়ে ভারত, একে বিরাট-বুমরাহ
রবি শাস্ত্রীর কাছে বিরাট কোহলি মানে ক্যারিবিয়ান কিংবদন্তি ভিভ রিচার্ডস এবং পাকিস্তান কিংবদন্তি ইমরান খানের সংমিশ্রন। এ প্রসঙ্গে তিনি বলেন, "আমি খুব কাছ থেকে দেখেছি ওই গ্রেট ক্রিকেটারদের। বিরাটের ব্যাটিং স্টাইল, বোলারদের ওপর কতৃত্ব, সঙ্গে উচ্চমানের ট্রেনিং ভিভকে মনে করিয়ে দেয়। মাঠের মধ্যে কোহলির ক্যাপ্টেন্সি দেখে বিশ্বকাপজয়ী ইমরান খানকে দেখতে পাই। ও (বিরাট)দলকে সামনে থেকে নেতৃত্ব দেয়।"
আরও পড়ুন - র্যাম্প মাতালেন সাইনা-সিন্ধু
সেই সঙ্গে অধিনায়ক কোহলির দরাজ সার্টিফিকেট দিয়ে রবি শাস্ত্রী বলেন, "ভারতীয় দলের সৌভাগ্য যে তারা এমন একজন ক্রিকেটারকে নেতা হিসেবে পেয়েছে। তবে আমি মনে করি ট্যাকটিকেলি বিরাটের এখনও অনেক উন্নতি করতে হবে। দিনে দিনে সে উন্নতি করছে।"