Virat Kohli | Independence Day 2023: কেন ১৫ অগস্ট স্পেশ্য়াল? `আনটোল্ড স্টোরি` শুনিয়ে আবেগি মহাতারকা
Virat Kohli Reminds Once Again Why Independence Day Is Extra Special: বিরাট কোহলি জানালেন কেন তাঁর জীবনে ১৫ অগস্টের তাৎপর্য আলাদা। কোহলি স্মৃতিচারণা করতে গিয়ে আবেগি হয়ে পড়লেন ফের।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সচিন তেন্ডুলকরের (Sachin Tendulkar) পর ভারতীয় ক্রিকেটের সবচেয়ে বড় ব্যাটিং সুপারস্টারের নাম বিরাট কোহলি (Virat Kohli)। বিরাট নিজেকে নিয়ে গিয়েছেন গগনচুম্বী উচ্চতায়। সর্বকালের অন্যতম সেরা ব্যাটার হিসেব প্রতিষ্ঠিত করেছেন তিনি। জনপ্রিয়তার নিরিখে বিশ্বের প্রথমসারির অ্যাথলিটদের মধ্যে বাইশ গজের 'কিং'। সোশ্যাল মিডিয়ায় ২৫২ মিলিয়ন মানুষ ফলো করেন কোহলিকে। কোটি কোটি মানুষের অনুপ্রেরণা। দিল্লির ছেলেটা আজ বিশ্বক্রিকেটের মহানক্ষত্র। স্বাধীনতা দিবসে (Independence Day 2023) বিরাট আবেগি হয়ে পড়লেন। এক খেলার চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে জানালেন, কেন তাঁর জীবনে ১৫ অগস্ট স্পেশ্য়াল!
আরও পড়ুন: PICS: 'পান্না দ্বীপে' উড়ে গেল বুমরা ব্রিগেড, বিজনেস ক্লাসে রিল্যাক্স মুডে রিঙ্কু-শিবমরা
কোহলি বলছেন, 'ভারতের ইতিহাসে স্বাধীনতা দিবস সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন। বিশেষত যেভাবে এই দিনটা সেলিব্রেট করা হয় দেশে, চারপাশে কত কিছু ঘটে। তবে আমার কাছে এই দিনটা আরও অনেক বেশি স্পেশ্যাল। কারণ ১৫ অগস্টই আমার বাবারও জন্মদিন। এই দু'টি উপলক্ষ্যই আমি উদযাপন করেছি। স্বাধীনতা দিবসের অনেক স্মৃতি রয়েছে আমার। এই দিনটায় প্রতিটি ভারতীয় অত্যন্ত গর্ববোধ করে, সেই ১৯৪৭ থেকে আমরা যা অর্জন করেছি। তার জন্য সত্যিই গর্বিত হতেই হয়।' মাঠের ও মাঠের বাইরের স্মৃতিচারণা করে কোহলি বলছেন, 'দেখুন স্বাধীনতা দিবসে আমি প্রচুর ক্রিকেট খেলেছি। মাঠের বাইরের স্মৃতি বলতে, আমার চোখের সামনে ভেসে ওঠে, ম্যাচ-ডে'র আগে পতাকা উত্তোলন। জাতীয় সঙ্গীত যখন বাজে, তখন অদ্ভুত গর্ব বোধ করি। নিশ্চয়ই জানেন যে, আমাদের দিল্লিতে স্বাধীনতা দিবসের দিন ঘুড়ি ওড়ানোর একটা বিরাট সংস্কৃতি রয়েছে। বলতে পারেন যে, ঘুড়ি ওড়ানো ছিল আমার কাছে সুপার মোমেন্ট। আমরা সকলে প্রস্তুতি নিতাম তার জন্য়। স্বাধীনতা দিবসের আগের রাতেই সব জোগাড়যন্ত্র করে রাখতাম। সত্যি বলতে প্রকৃত হাওয়া বওয়ার দিন এটা উপভোগ করার জন্য়। আমার মনে এটাই বিশেষ স্মৃতি।'
কোহলি ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট ও ওয়ানডে সিরিজ খেলার পর টি-২০ সিরিজে বিশ্রাম নিয়েছিলেন। তাঁকে ফের দেখা যাবে আসন্ন এশিয়া কাপে। চলতি মাসেই শুরু হয়ে যাচ্ছে তেইশের এশিয়া কাপ। ৩১ অগস্ট থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। পাকিস্তানে হবে চারটি ম্যাচ ও দ্বীপরাষ্ট্রে হবে ন'টি ম্যাচ। পাকিস্তানের প্রস্তাবিত হাইব্রিড মডেলেই সায় দিয়েছে এসিসি। শ্রীলঙ্কা গতবার এশিয়া কাপ জিতে সকলকে চমকে দিয়েছিল। এশিয়া কাপই হবে ভারতের বিশ্বকাপের আগে প্রকৃত প্রস্তুতির মঞ্চ। আবারও বিরাটের ব্যাটের দিকে তাকিয়ে থাকবেন ফ্যানরা।