নিজস্ব প্রতিবেদন: নর্টিংহ্যামের পর এবার ট্রেন্ট ব্রিজ। ব্রিটিশ পাড়ায় আবারও ভারত অধিনায়কের দাদাগিড়ি দেখল ক্রিকেট বিশ্ব। প্রথম ইনিংসে যে ভুলটা হয়েছিল, তা সংশোধন করেই দ্বিতীয় ইনিংসে একেবারে নিখাদ সোনার ইনিংস খেললেন বিরাট কোহলি। মাটিতে বল রেখে কীভাবে রানের পাহাড় টপকানো যায়, তা আরও একবার দেখালেন বিশ্বের সেরা ব্যাটসম্যান।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


ট্রেন্ট ব্রিজে নিজের আন্তর্জাতিক টেস্ট কেরিয়ারের ২৩তম শতরান করে ফেললেন বিরাট কোহলি। তাঁর এই ইনিংস (১০৩) সাজানো থাকল ১০টি চারে। এক দিনের আন্তর্জাতিকে ৩৫টি শতরান মিলিয়ে বিরাট কোহলির ঝুলিতে এখন জড়ো হল মোট ৫৮টি শতরান।


শতরান না পেয়েও এলিট তালিকায়, তবুও নিজেকেই ‘গালমন্দ’ করলেন বিরাট


প্রসঙ্গত, ট্রেন্ট ব্রিজে টসে জিতে ভারতকে প্রথম ব্যাটে পাঠিয়েছিলেন ব্রিটিশ অধিনায়ক জো রুট। ইংল্যান্ড অধিনায়কের সেই সিদ্ধান্ত তাঁদের বিরুদ্ধেই যায়। যেটা বিগত দুই টেস্টে হয়েছে, সেটা এবার আর হল না। বরং হল উল্টোটাই। ব্যাটে ভারত লড়াই করল এবং ব্রিটিশ বোলিং অ্যাটাকের বিরুদ্ধে জিতলও বটে। যে আদিল রাশিদ বিরাট বধের দায়িত্ব কাঁধে নিয়েছিলেন, সেই লেগ স্পিনারকেই দেখাল সবথেকে অসহায়। প্রথম ইনিংসে বিরাটের উইকেট নেওয়া রাশিদ তাঁর ২৩ শতাংশ ডেলিভারিই করলেন শর্ট বল। অ্যান্ডারসনের সুইং বিরাটকে পরাস্ত করলেও কাজের কাজটা হয়নি। ৯৭-তে ক্যাচ ফসকাতেই শতরান পেলেন বিরাট।


বানভাসি কেরলে নিখোঁজ পরিবার, এশিয়ান গেমসে সাঁতারে রেকর্ড সজনের!


উল্লেখ্য, প্রথম ইনিংসেই বিরাট-রাহেনে জুটি এগিয়ে নিয়ে যায় ভারতকে। অভিষেক টেস্টে নজর কাড়েন ঋষভ পন্থ। আর বোলিংয়ে অবিশ্বাস্য স্পেলে ব্রিটিশদের কোমর ভেঙে দেন হার্দিক। ১৬১ রানেই অল আউট হয়ে যায় কুক, জেনিনিংস, রুট, বাটলার, বেয়ারস্টো, বেন স্টোকস, ওকস সমৃদ্ধ ব্রিটিশ দল। ১৬৮ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে ভারত।


ট্রেন্ট ব্রিজে দ্বিতীয় ইনিংসে শুরুটা ভালই কর ধাওয়ান-রাহুল জুটি। এরপর অর্ধশতারন আসে চেতেশ্বর পূজারার ব্যাট থেকেও। শেষ সেশনের শুরুতে শতরান পেয়ে যান ভারত অধিনায়ক বিরাট কোহলিও। সব মিলিয় তৃতীয় টেস্টে ব্যাটে-বলে জাকিয়ে বসেছেন ভারতীয় ক্রিকেটাররা।