Virat Kohli | IND vs BAN: জঙ্গলের `রাজা` তো তিনিই, চেনা মেজাজে রেকর্ডের সেঞ্চুরি! কোহলির ব্যাটে বিরাট কাব্য
Virat Kohli: বিরাট কোহলি ৭২ তম আন্তর্জাতিক সেঞ্চুরি করে লিখলেন একাধিক রেকর্ড। ফের একবারে চেনা মেজাজে ব্যাট করলেন তিনি।
জি ২৪ ঘণ্টা ডিজিট্যাল ব্যুরো: বিরাট কোহলি (Virat Kohli ) যেদিন খেলেন, সেদিন হাঁ করেই দেখতে হয়। আর কিছুই করার থাকে না প্রতিপক্ষের। শনিবার ছিল তেমনই একটি দিন। ইতিমধ্যেই বাংলাদেশের বিরুদ্ধে চলতি তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ভারত ০-২ খুইয়ে ফেলেছে। এদিন চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে ভারত নিয়মরক্ষার ম্যাচে খেলছে। আর এই ম্যাচে কোহলি ফের একবার কোহলি 'ভিন্টেজ' মুডে ধরা দিলেন। তিনে ব্যাট করতে নেমে ৯১ বলে ১১৩ রানের ইনিংস খেলেন ১১টি চার ও দু'টি ছয়ের সৌজন্যে। আর এই ইনিংস খেলেই কোহলি একের পর এক ধাপ টপকে গেলেন অনায়াসে।
এদিন কোহলি ঠিক কী কী করলেন:
২০১৯ সালে কোহলি ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে শেষবার আন্তর্জাতিক ওয়ানডে ম্যাচে সেঞ্চুরি করেছিলেন। তিন বছর পর ফের পঞ্চাশ ওভারের ফরম্যাটে দেশের জার্সিতে এল কোহলির শতরান।
কোহলি এদিন ৭২ তম আন্তর্জাতিক শতরান করলেন। টপকে গেলেন অজি কিংবদন্তি রিকি পন্টিংকে (৭১টি শতরান)।
কোহলির সামনে এখন শুধুই সচিন তেন্ডুলকর। যাঁর রয়েছে সেঞ্চুরির সেঞ্চুরি।
কোহলি এদিন বাংলাদেশের বিরুদ্ধে পঞ্চাশ ওভারের আন্তর্জাতিক ফরম্যাটে ১০০০ রান করলেন।
অস্ট্রেলিয়ার শেন ওয়াটসনের পর দ্বিতীয় বিদেশি ক্রিকেটার হিসাবে বাংলাদেশের মাটিতে এই নজির গড়েন তিনি।
কোহলির কিন্তু বাংলাদেশ ছাড়াও অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের বিরুদ্ধেও ১০০০ প্লাস রান রয়েছে।
এদিন টস হেরে ভারত প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। শিখর ধাওয়ানের সঙ্গে ওপেন করতে নেমেছিলেন ঈশান। ধাওয়ান মাত্র ৩ রান করে মেহদি হাসান মিরাজের বলে এলবিডব্লিউ হয়ে যান। এরপর বাংলাদেশি বোলারদের একা বুঝে নেন ঈশান। ১৩১ বলে ২১০ রানে মারকাটারি ইনিংস খেললেন পাটনার বছর চব্বিশের ক্রিকেটার। ২৪টি চার ও ১০টি ছয়ে নিজের ইনিংস সাজান তিনি। ব্যাট করেন ১৬০.৩০-র স্ট্রাইক রেটে। এদিন মাত্র ১২৬ বলে ২০০ রান করে ফেলেন ঈশান। দ্বিতীয় উইকেটে কোহলি-ঈশান জুটি বেঁধে ২৯০ রান করেন তিনি।
(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)