নিজস্ব প্রতিবেদন :  শুক্রবার কিংস্টনে ভারতীয় ক্রিকেট ইতিহাসের এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে অধিনায়ক বিরাট কোহলি। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট জিততে পারলেই ভারতের সফলতম টেস্ট অধিনায়ক হয়ে যাবেন ক্যাপ্টেন কোহলি।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING



অ্যান্টিগায় ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টেস্টে বিরাট জয় পেয়েছে টিম ইন্ডিয়া। ৩১৮ রানে প্রথম টেস্ট জিতে নেয় কোহলি ব্রিগেড। আর এই টেস্ট জেতার ফলে বিদেশের মাটিতে ভারতীয় অধিনায়ক হিসেবে টেস্ট জয়ের নিরিখে প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গাঙ্গুলিকে টপকে যান বিরাট কোহলি। একই সঙ্গে ভারতীয় অধিনায়ক হিসেবে টেস্ট জয়ের নিরিখে মহেন্দ্র সিং ধোনিকে স্পর্শ করেন ক্যাপ্টেন কোহলি।


আরও পড়ুন - কিংস্টনে বিরাট রেকর্ডের হাতছানি অশ্বিনের সামনে!


অধিনায়ক হিসেবে কোহলি এবং ধোনি দুজনেই ২৭টি করে টেস্ট ম্যাচ জিতেছেন। ৬০টি টেস্টে দেশকে নেতৃত্ব দিয়ে ২৭টি টেস্ট জিতেছিলেন ধোনি। সেখানে মাত্র ৪৭টা টেস্টে দেশকে নেতৃত্ব দিয়ে ধোনিকে ছুঁয়ে ফেলেছেন বিরাট কোহলি। আর তাই কিংস্টনে জিততে পারলেই ধোনিকে টপকে ভারতের সফলতম টেস্ট অধিনায়ক হয়ে যাবেন ক্যাপ্টেন বিরাট কোহলি।