নিজস্ব প্রতিবেদন: দুই বছরের বেশি সময় হয়ে গেল। টেস্ট ও একদিনের ফরম্যাটে শতরান নেই। বিরাট কোহলি (Virat Kohli) নাকি তাঁর পুরানো মেজাজ হারিয়ে ফেলেছেন। এমনটা বলেই তো তাঁকে কটাক্ষ করছেন একাধিক ক্রিকেট পন্ডিত। তবে এমন ধারণাকে প্রশয় দিতে নারাজ শেন ওয়াটসন (Shane Watson)। তাঁর সাফ বক্তব্য, বিরাট এখনও বিশ্বের প্রথমসারির ব্যাটারদের অন্যতম। শুধু তাই নয়, ফিটনেসের বিচারে সমসাময়িকদের মধ্যে তাঁকেই সবার উপরে রাখছেন অস্ট্রেলিয়ার প্রাক্তন তারকা। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

তাঁর যুক্তি, টেস্টে ইতিমধ্যে ‘ভিকে’ যা কিছু অর্জন করেছেন, সেটা বাকিদের চেয়ে ঢের বেশি। আইসিসি’র রিভিউ শো’তে ইশা গুহর সঙ্গে কথা বলতে গিয়ে প্রাক্তন অজি তারকা বলেন, "বর্তমান প্রজন্মের সেরা পাঁচজন ব্যাটার বিরাট, স্টিভ স্মিথ (Steve Smith), জো রুট (Joe Root), কেন উইলিয়ামসন (Kane Williamson) ও বাবর আজম (Babar Azam)। ওঁরা প্রত্যেকেই জিনিয়াস। তবে চুলচেরা বিশ্লেষণে আমি এগিয়ে রাখব বিরাটকেই। ও এককথায় অতিমানব। ব্যাট হাতে যখন বাইশ গজে যায়, তখন ওর মধ্যে সাফল্যের তীব্র চাহিদা মাথাচাড়া দিয়ে ওঠে। আর সেই কারণেই পারে লক্ষ্যে পৌঁছতে।" এরপরেই ওয়াটসন যোগ করেন, "শুধু ব্যাটার হিসেবেই নয়, বাবর আজম, জো রুট, স্মিথের থেকে শারীরিকভাবেও এগিয়ে বিরাট। ফিটনেসে দশ গোল দিতে পারেন বাকিদের।" 


আন্তর্জাতিক ক্রিকেটে এই মুহূর্তে পাঁচ সেরা ব্যাটারের মধ্যে এগিয়ে কে? সেটা নিয়ে বিতর্কের শেষ নেই। অনেকের মতোই ওয়াটসনের পছন্দের তালিকায়ও রয়েছেন বিরাট, স্টিভ স্মিথ, জো রুট, কেন উইলিয়ামসন ও বাবর আজম। তবে এক নম্বর আসনটা 'কিং কোহলি'-র জন্যই বরাদ্দ করেছেন তিনি। তাই দুই বছরের বেশি সময় ধরে আন্তর্জাতিক ক্রিকেটে বিরাট শতরান না করতে পারলেও, সেটাকে বাড়তি গুরুত্ব দিতে নারাজ ওয়াটসন।


আরও পড়ুন: IPL 2022: করোনায় আক্রান্ত Rishabh Pant-এর দলের ফিজিও, জৈব বলয় নিয়ে ফের প্রশ্ন


আরও পড়ুন: Deepak Chahar, IPL 2022: বড় ধাক্কা খেল CSK, ছিটকে গেলেন ১৪ কোটির পেসার


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)