নিজস্ব প্রতিবেদন: তিনি বিরাট কোহলি। ভারতীয় ক্রিকেট দলের ক্যাপ্টেন। এই মুহূর্তে বিশ্বের অন্যতম সেরা ব্যাটসম্যান। গোটা বিশ্বেই তাঁর কোটি-কোটি ভক্ত। তাঁকে একবার কাছ থেকে দেখার জন্য পাগল হয়ে যায় দেশের হাজারো তরুণ-তরুণী। কিন্তু, বিরাট কোহলিও যে মানুষ। তাঁরও কাউকে পছন্দ হয়। আর তাঁর পছন্দের মানুষের তালিকায় বেশ উপরেই রয়েছেন বলিউডের গায়ক অরিজিত সিং।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন গোল করেই ভাংড়া নাচলেন বিরাট কোহলি, ভিডিও ভাইরাল


সম্প্রতি, সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করেছেন ভারতের ক্রিকেট অধিনায়ক বিরাট কোহলি। ছবিতে তাঁর সঙ্গে দেখা গিয়েছে অরিজিত সিংকে। এই মুহূর্তে বলিউডের অন্যতম সেরা গায়কের কাঁধে হাত রেখে দাঁড়িয়ে রয়েছেন বিরাট। ছবিতে স্মিত হাসি দু'জনের মুখেই। ছবির ক্যাপশনে বিরাট কোহলি জানিয়েছেন, অরিজিত সিংয়ের কতবড় ভক্ত তিনি। পাশাপাশি, তাঁর কণ্ঠস্বরের প্রশংসাও করেছেন তিনি। 


 


আরও পড়ুন  বাবা হিসেবে ছেলে-মেয়ের সম্মানরক্ষার জন্য টুইটারকে অনুরোধ করলেন সচিন তেন্ডুলকর