নিজস্ব প্রতিবেদন : সিডনিতে চার দিনের প্রস্তুতি ম্যাচে ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের বিরুদ্ধে ভারতীয় বোলারদের পারফরম্যান্স মন্দের ভাল। তাই তো তৃতীয় দিনে হাত ঘোরালেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। আর চতুর্থ দিনে তুলে নিলেন উইকেটও। আর তারপর যে কাণ্ডটাই না করলেন বিরাট তা দেখে আপনিও না হেসে থাকতে পারবেন না গ্যারান্টি।  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

সিডনিতে ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচের তৃতীয় দিনে দুই ওভার বল করেন কোহলি। দেন ছয় রান। প্রথম বলে উইকেট প্রায় নিয়ে ফেলেছিলেন তিনি। দিনের শেষে আবার ভারতীয় স্পিনার রবিচন্দ্রন অশ্বিনকে প্রশ্ন করা হয় কোহলির বোলিং নিয়ে। তিনি কিছুটা মজা করেই বলেন,কী ভাবে বল করতে হয়, সেটা দেখাতেই অধিনায়ক নিজে বল করেছে। তার পরেই অশ্বিন বলেন, "বোলাররা ক্লান্ত হয়ে পড়েছিল। দ্বিতীয় নতুন বল নেওয়ার আগে ও নিজে বল করেছিল।"



শনিবার প্রস্তুতি ম্যাচের চতুর্থ দিনে হ্যারি নিয়েলসনের উইকেট তুলে নিলেন বিরাট কোহলি। ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের উইকেটকিপার সেঞ্চুরি করার পরেই কোহলির বলে মিড অনে উমেশ যাদবের হাতে ক্যাচ আউট হন। ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের হয়ে নিয়েলসনই সর্বোচ্চ রান করেন। জমে যাওয়া জুটি ভেঙে ক্যাপ্টেন কোহলির সে কি সেলিব্রেশন। তবে পৃথ্বীর চোটের মতোই শামি, উমেশ, ইশান্তদের বোলিং নিয়ে চিন্তা থেকেই যাচ্ছে বিরাটের।  


আরও পড়ুন - জোন্সের বাজি ভারত, পন্টিং-চ্যাপেল এগিয়ে রাখছেন অস্ট্রেলিয়াকে