ওয়েব ডেস্ক: টেস্ট র‍্যাঙ্কিংয়ে টপ ফাইভ ব্যাটসম্যান, ৪ নম্বরেই আছেন ভারতের টেস্ট অধিনায়ক বিরাট কোহলি। একদিনের আন্তর্জাতিক এবং টি-টোয়েন্টি ক্রিকেট এই দুই ফরম্যাটেও বিশ্ব সেরা ব্যাটসম্যানদের প্রথম পাঁচের মধ্যে বিরাট একজন। এই সাফল্য একদিনের নয়। বিরাটের মধ্যে ট্যালেন্ট ছিল এবং আছে, একথা অনস্বীকার্য। তবে বিরাটের রাজকীয় উথ্যান একেবারেই সহজ ছিল না। প্রয়োজন ছিল মানসিকতার বদলের। আর এই মানসিক পরিবর্তনে বিরাটের ক্লাস নিয়েছিলেন স্যার ডানকান ফ্লেচার। ভারতের প্রাক্তন কোচ ডানকান ফ্লেচারের কথাই বিরাটের ক্রিকেট জীবনের সেরা শিক্ষা, স্বীকার করলেন স্বয়ং কোহলি।  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 


"ক্রিকেট হল পেশাদার খেলাগুলোর মধ্যে সবথেকে অপেশাদার খেলা। তোমার ক্রিকেট স্কিল নিয়ে কোনও প্রশ্নই নেই, তবে তোমার মনে হয় না তোমার ট্রেনিং হওয়া উচিত একজন টেনিস খেলোয়াড়ের মত। তিন ফরম্যাটেই নিজেকে ধারাবাহিক রাখতে এবং সেরা প্রমাণ করতে তোমার ট্রেনিং প্রয়োজন। কঠিন ট্রেনিং", ডানকান ফ্লেচারের এই কথাগুলোই পাল্টে দিয়েছে বিরাট কোহলির ক্রিকেট জীবন।