নিজস্ব প্রতিবেদন: পিএনবি কাণ্ডের জের। পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের ব্র্যান্ড অ্যাম্বাসাডরের পদ ছাড়তে পারেন বিরাট কোহলি।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- বিরাট ভারতীয় ক্রিকেটের পতাকা বাহক: সৌরভ


পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের ব্র্যান্ড অ্যাম্বাসাডরের পদ ছাড়তে পারেন বিরাট কোহলি। দেশের ব্যাঙ্কিং ইতিহাসে সবচেয়ে বড় দুর্নীতিতে জড়িয়েছে পিএনবির নাম। পিএনবি শীর্ষ কর্তাদের ভূমিকা নিয়েও উঠছে প্রশ্ন। সব খবরই রাখছেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। ২০১৬ সালে পিএনবির ব্র্যান্ড অ্যাম্বাসাডর হয়েছিলেন বিরাট। কিন্তু এখন ব্যাঙ্কের ভাবমূর্তিতেই লেগেছে কালি। কোহলির এক ঘনিষ্ঠ ব্যক্তি জানিয়েছেন দেশের মানুষের মন থেকে এত তাড়াতাড়ি মুছে যাবে না পিএনবি'র দুর্নীতির ঘটনা। তাই বিরাট কোহলি দেরি না করে সম্ভবত ব্র্যান্ড অ্যাম্বাসাডরের পদ থেকে সরে দাঁড়াবেন।


আরও পড়ুন- নীরব মোদীর নাম না করে পিএনবি জালিয়াতির দায় অডিটরদের উপরেই চাপালেন জেটলি