ওয়েব ডেস্ক : কপিল দেব, লিওনেল মেসি, ডেভিড বেকহ্যাম, ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, সচিন তেন্ডুলকর এবং বিরাট কোহলির মধ্যে মিল কোথায়? সবাই বলবেন এঁরা সকলেই ক্রীড়াজগতের নক্ষত্র কিংবা নিজের নিজের ক্ষেত্রে সকলেই সেরা। এর বাইরেও এঁদের মধ্যে এক অদ্ভুত মিল আছে, জানেন কি ?


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


দিল্লির মাদাম তুসোঁ মিউজিয়ামে এদের সবার মূর্তি রয়েছে। ব্যতিক্রম ছিলেন শুধু বিরাট। সচিন, কপিল, রোনাল্ডো, মেসিরা তো ছিলেনই, এবার ঠাঁই পেলেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি। দিল্লির এই মিউজিয়ামে ২৩তম সদস্য হিসেবে জায়গা করে নিতে চলেছেন বিরাট। লন্ডনের মাদাম তুসোঁ মিউজিয়ামের বিশেষজ্ঞ শিল্পীরা এসে বিরাটের ওপর প্রায় ২০০ রকমের মাপজোক করে গিয়েছেন ইতিমধ্যেই।



দিল্লির ছেলে এবার দিল্লির মিউজিয়ামে জায়গা পাচ্ছেন। উচ্ছ্বসিত বিরাট জানান, "মাদাম তুসোঁ মিউজিয়ামে আমার মূর্তি হবে-এটা দারুণ একটা অনুভূতি। মাদাম তুসোঁ মিউজিয়ামের বিশেষজ্ঞদের বিশেষ ধন্যবাদ জানাতে চাই, কারণ যেভাবে ধৈর্য্যের সঙ্গে বসে ওনারা কাজ করেছেন। সত্যিই লাইফ টাইম মেমরি।"


আরও পড়ুন- বল বিকৃতি কাণ্ডে স্মিথ-ওয়ার্নারকে একবছর ও ব্যানক্রফ্টকে ৯ মাসের নির্বাসন দিল ক্রিকেট অস্ট্রেলিয়া