রবিবার ওয়াংখেড়েতে মাঠে নামলেই ডাবল সেঞ্চুরি করবেন বিরাট কোহলি
নিজস্ব প্রতিবেদন: মুম্বইয়ের ওয়াংখেড়েতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচে মাঠে নামলেই ডাবল সেঞ্চুরি পূর্ণ করবেন ভারত অধিনায়ক বিরাট কোহলি!বুঝতে পারলেন না? আসলে একদিনের ক্রিকেটে এটাই হতে চলেছে বিরাট কোহলির ২০০ তম ম্যাচ। এর আগের ১২ জন ভারতীয় ক্রিকেটার একদিনের ক্রিকেটে ২০০ ম্যাচ খেলেছেন। ১৩ নম্বর ভারতীয় ক্রিকেটার হিসেবে ২০০ নম্বর একদিনের ম্যাচ খেলবেন কোহলি। আর গোটা বিশ্বের ক্রিকেটে হিসেব করলে তিনি ৭২ নম্বর ক্রিকেটার হিসেবে ২০০টি একদিনের ম্যাচ খেলার মাইলস্টোন স্পর্শ করবেন।
আরও পড়ুন কলকাতায় স্বপ্নের কোয়ার্টার ফাইনালে মুখোমুখি ব্রাজিল জার্মানি
ইতিমধ্যে ১৯৯টি একদিনের ম্যাচ খেলে ১৯১টি ইনিংসে মোট ৮৭৬৭ রান করেছেন বিরাট। গড় ৫৫.১৩ এবং তাঁর স্ট্রাইক রেট ৯১.৪৭। করেছেন ৩০টি সেঞ্চুরি এবং ৪৫টি হাফ সেঞ্চুরি। গোটা দেশের ক্রিকেটপ্রেমীরা তথা বিরাট ভক্তরা আশা করে রয়েছেন নিজের ২০০ নম্বর একদিনের ম্যাচ খেলতে নেমে, সেঞ্চুরি করেই মাঠ ছাড়বেন তিনি। দেখা যাক, বিরাট তাঁর ভক্তদের প্রত্যাশা পূরণ করতে পারেন কিনা।
আরও পড়ুন ডেনমার্ক সুপার সিরিজের কোয়ার্টার ফাইনালে পৌঁছলেন ভারতীয় শাটলার সাইনা, প্রণয় ও শ্রীকান্ত