জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সচিন তেন্ডুলকরের (Sachin Tendulkar) পর ভারতীয় ক্রিকেটের সবচেয়ে বড় ব্যাটিং সুপারস্টারের নাম বিরাট কোহলি (Virat Kohli)। বিরাট নিজেকে নিয়ে গিয়েছেন গগনচুম্বী উচ্চতায়। সর্বকালের অন্যতম সেরা ব্যাটার হিসেবে প্রতিষ্ঠিত করেছেন তিনি। জনপ্রিয়তার নিরিখে বিশ্বের প্রথমসারির অ্যাথলিটদের মধ্যে বাইশ গজের 'কিং'।  আজ ৩৬ বছরে পা দিলেন বিরাট। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: অস্ট্রেলিয়াই অন্তিম স্টেশন, তারপরেই অধিনায়কের অবসর! জানিয়ে দিলেন নক্ষত্র ওপেনার...


এক-দুই নয়, পাক্কা ১২ বছর পর ঘরের মাঠে টেস্ট সিরিজ হেরেছে ভারত। এখানেই শেষ নয়, ২৪ বছর পর ঘরের মাঠে চুনকাম হতে হল টিম ইন্ডিয়াকে। এই মুহূর্তে ভারতীয় ক্রিকেটে, চর্চায় শুধুই নিউ জিল্যান্ডের বিরুদ্ধে ৩-০ ব্যবধানে সিরিজ হার নয়! হতশ্রী পারফরর্ম করে তুমুল সমালোচিত দুই মহারথী বিরাট কোহলি ও রোহিত শর্মা। নিউ জিল্যান্ডের বিরুদ্ধে ৬ ইনিংসে বিরাট করেছেন ৯৩ রান! রোহিতের হাফ ডজন ইনিংসে সংগ্রহ ৯১ রান! 







মনে করা হচ্ছে আসন্ন অস্ট্রেলিয়ায় সফরে যদি বিরাট-রোহিত বড় রান করতে না পারেন, তাহলে তাঁদের হয়তো টেস্ট ক্রিকেটকে আলবিদা বলতে হবে। বিরাটের প্রাক্তন সতীর্থ ও কিংবদন্তি ক্রিকেটার যুবরাজ সিং বলছেন যে, কোহলি ফিরবেনই। রাজাকে জন্মদিনে আগুনে পেপটক  দিলেন ক্যানসারজয়ী ফাইটার।


কোহলির সঙ্গে একটি ভিডিয়ো পোস্ট করে জোড়া বিশ্বকাপজয়ী লেখেন, ' শুভ জন্মদিন কিং কোহলি, জানবে দুর্দান্ত কামব্যাক আসে সেটব্যাক থেকে। সারা পৃথিবী তোমার দুরন্ত কামব্য়াকের অপেক্ষায়। তুমি অতীতেও করেছ। আমি নিশ্চিত আবার করবে। ঈশ্বরের আশীর্বাদ তোমার সঙ্গে থাকুক। অনেক ভালোবাসা।' শুধু যুবিই নয়, সুরেশ রায়না, হরভজন সিং, এস বদ্রিনাথ ও আকাশ চোপড়াও শুভেচ্ছা জানিয়েছেন বিরাটকে। লন্ডনে জন্মদিন যাপন করার কথা থাকলেও, বিরাট কিন্তু পরিবারের সঙ্গেই দেশে আছেন।


আরও পড়ুন: রোনাল্ডোর পাড়ায় আইপিএলের বাজার? সব ঠিক হয়েও বাধ সাধছে! আসছে একের পর এক আপডেট...


 


 



(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)