Virat Kohli, Virushka: রান পেতে ঈশ্বরের শরণাপন্ন, অনুষ্কার সঙ্গে কীর্তন শুনলেন বিরাট
সাদা টি-শার্ট পরে কীর্তন শুনতে গিয়েছিলেন দু’জন। একটি ছবিতে বেশ মন দিয়ে তত্ত্বকথা শুনতে দেখা যাচ্ছে দু’জনকে। ছবি দেখে অনেকেই বলছেন, বাইশ গজের যুদ্ধে সময় ভাল যাচ্ছে না। তাই বোধহয় কীর্তন শুনে মন শান্ত করার চেষ্টা করছেন বিরাট।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: তিন বছর হয়ে গেল ব্যাটে তিন অঙ্কের রান নেই। তাই কি এ বার রান পেতে ঈশ্বরের শরণাপন্ন হলেন বিরাট কোহলি (Virat Kohli)? আসলে ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় একদিনের ম্যাচ খেলতে নামার আগে স্ত্রী অনুষ্কা শর্মাকে (Anushka Sharma) নিয়ে কীর্তন (Kirtan) শুনতে গিয়েছিলেন টিম ইন্ডিয়ার (Team India) প্রাক্তন অধিনায়ক। লন্ডনের এক মন্দিরে গিয়ে কীর্তনের সুরে মজলেন বিরাট। গ্র্যামি নমিনেশন পাওয়া কৃষ্ণ দাসের কীর্তনের আসরে দেখা যায় দুই তারকাকে। সেই ছবি ভাইরাল হতে সময় লাগেনি।
সাদা টি-শার্ট পরে কীর্তন শুনতে গিয়েছিলেন দু’জন। একটি ছবিতে বেশ মন দিয়ে তত্ত্বকথা শুনতে দেখা যাচ্ছে দু’জনকে। ছবি দেখে অনেকেই বলছেন, বাইশ গজের যুদ্ধে সময় ভাল যাচ্ছে না। তাই বোধহয় কীর্তন শুনে মন শান্ত করার চেষ্টা করছেন বিরাট।
যে কৃষ্ণ দাসের আসরে বিরাট ও অনুষ্কা (Virushka) কীর্তন শুনতে গিয়েছেন তাঁর আসল নাম জেফ্রি কাগেল। কৃষ্ণ সাধনায় মন দিয়েই নাম পরিবর্তন করেছেন মার্কিন গায়ক। ১৯৯৬ সাল থেকে তাঁর প্রায় ১৭টি ভক্তিগীতি ও কীর্তনের অ্যালবাম প্রকাশিত হয়েছে। ২০১২ সালে প্রকাশিত ‘আনন্দ’ নামের অ্যালবাম। ২০১৩ সালের গ্র্যামি পুরস্কারের জন্য মনোনীত হয়েছিল সেই অ্যালবামটি।
ব্যাটে রান নেই। নিজের নামের প্রতি সুবিচার করতে পারছেন না। অফ স্টাম্পের বাইরে যাওয়া বলে বারবার খোঁচা দিয়ে আউট হচ্ছেন। সুনীল গাভাসকর (Sunil Gavaskar), কপিল দেব (Kapil Dev) প্রবল সমালোচনা করছেন। পিছিয়ে নেই থেকে ভেঙ্কটেশ প্রসাদ (Venkatesh Prasad), আকাশ চোপড়ার (Aakash Chopra) মতো 'ব্যাটার'রাও! একাধিক ক্রিকেট পণ্ডিতদের মতে বিরাট যদি সচিন তেন্ডুলকরের (Sachin Tendulkar) শরণাপন্ন হন, তাহলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে। তবে 'কিং কোহলি' কিন্তু নিজের মেজাজেই আছেন। রবিবার ম্যানচেস্টারে জস বাটলারদের বিরুদ্ধে ডু অর ডাই ম্যাচে নামার আগে সোশ্যাল মিডিয়াতে ইঙ্গিতপূর্ণ পোস্ট করেছিলেন বিরাট। আর এ বার ভারতের প্রাক্তন অধিনায়কে একেবারে অন্য মেজাজে দেখা গেল। সঙ্গী ছিলেন তাঁর স্ত্রী।
আরও পড়ুন: Virat Kohli, ENG vs IND: মরণ বাঁচন ম্যাচের আগে কোহলির 'বিরাট' ইঙ্গিতপূর্ণ বার্তা
আরও পড়ুন: Virat Kohli : অর্থের ক্ষতির কথা ভেবে কোহলিকে বাদ দিচ্ছে না বিসিসিআই! কটাক্ষ প্রাক্তন ইংরেজ স্পিনারের