নিজস্ব প্রতিনিধি : ক্রিকেট বিশ্বের প্রায় সবাই এক কথায় তাঁকে সর্বকালের অন্যতম সেরা বলে মেনে নেন। বিরাট কোহলি। এই মুহূর্তে ক্রিকেট বিশ্বে যাঁর নামটুকুই যথেষ্ট। যিনি ব্যাট হাতে বাইশ গজে নামা মানেই হয় রেকর্ড, নয়তো রেকর্ড ভঙ্গ। সেই বিরাট কোহলিতে এবার মুগ্ধ স্টিভ ওয়া। অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক বিরাটকে আধুনিক ক্রিকেটের সেরা এন্টারটেইনার বলছেন। কলকায় ডালমিয়া কনক্লেভ অনুষ্ঠানে অংশগ্রহণ করার পর দক্ষিণ আফ্রিকার প্রাক্তন অধিনায়কও বলেছিলেন, বিরাটের ব্যাটেই বেঁচে থাকবে টেস্ট ক্রিকেট। এই মুহূর্তে ক্রিকেটের ছোট ফরম্যাচের দাপাদাপি। তাই টেস্ট ক্রিকেটের অস্বিত্ব বিপন্ন। একমাত্র বিরাটের মতো তারকাই পারে, টেস্ট ক্রিকেটের জৌলুস ফিরিয়ে দিতে। এমনই দাবি করেছিলেন স্মিথ। এবার তাঁর মতোই বিরাট-বন্দনায় মাতলেন ওয়া।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-  ৩৩-এই অবসর নিয়ে নিলেন অম্বাতি রায়াড়ু


ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ঘরের মাঠে সিরিজে অনন্য রেকর্ড করেছেন বিরাট। একদিনের ক্রিকেটে ১০ হাজার রান পূর্ণ করেছেন কোহলি। সিরিজে পর পর তিনটি সেঞ্চুরি করেও রেকর্ড বুকে নাম লিখিয়েছেন ভারতীয় অধিনায়ক। ইতিমধ্যে ১০ হাজার রান পূর্ণ করার দৌড়ে সচিন তেণ্ডুলকরকেও পিছনে ফেলছেন। এমন একখানা রেকর্ড করার জন্য সচিন নিয়েছিলেন ২৫৯ ইনিংস। বিরাট সেখানে ১০ হাজার রানের গণ্ডি পেরিয়ে গেলেন ২০৫টা ইনিংস খেলে। ক্রিকেট বিশাররদরা বলছেন, মাত্র ২৯ বছরেই বিরাটের এমন দৌড় অবিশ্বাস্য। তা ছাড়া তাঁর ফিটনেস লেভেল এখন যে পর্যায়, তাতে বিরাট অবলীলায় আরও ১০ বছর খেলে যেতে পারবেন। ফলে আগামী ১০ বছরের বিরাটের ব্যাটের আঘাতে যে আরও বহু পুরনো রেকর্ড ভেঙে চুরমার হবে তা বলাই যায়। স্টিভ ওয়াও এই বিষয়ে বিরোধিতা দেখাননি। তবে বিশ্ব ক্রিকেটের এখনও পর্যন্ত যাবতীয় রেকর্ড ভাঙলেও একটা রেকর্ড অক্ষত থাকবে বলে জানিয়েছেন স্টিভ। ওই একখানা রেকর্ড বাদ দিলে বিরাট বাকি সব ভেঙে দেবেন বলে মত তাঁর। সেই একটা রেকর্ড কী? 


আরও পড়ুন-  ঘরোয়া ক্রিকেটে কুম্বলের মতো ১০ উইকেট নিলেন সিদাক সিং


স্টিভ ওয়ার বক্তব্য, ''ডন ব্র্যাডম্যানের ব্যাটিং গড় ছিল ৯৯.৯৯। ওটা ছাড়া বিরাট বাকি সব রেকর্ড ভেঙে দেবে। ও যেভাবে এগোচ্ছে তাতে বিশ্বের কোনও বোলারের পক্ষে ওকে আটকানোটা একটা বড় চ্যালেঞ্জ। ক্রিকেটের প্রতি প্যাশন ওকে এমন পর্যায় নিয়ে এসেছে। তা ছাড়া সাফল্য পাওয়ার প্রবল খিদে। চোট-আঘাত ওকে সমস্যায় না ফেললে বিরাটকে আটকানো মুশকিল। আসলে ও খেলাটাকে উপভোগ করে। ক্রিকেট ওর কাছে খেলার থেকে একটু বেশি কিছু।''