একা বিরাট জেতাতে পারবে না, বলে দিলেন গিলক্রিস্ট
চার বছর আগের মতোই এ বারও বিরাট কোহলি অস্ট্রেলিয়া মাতাবেন।
নিজস্ব প্রতিবেদন : একা বিরাট কোহলির ওপর নির্ভর করলে চলবে না। দলের অন্যান্যদেরও রান করতে হবে। বিরাটকে সাহায্য করতে হবে। অর্থাত্ অজিদের বিরুদ্ধে সিরিজ জিততে কোহলি নির্ভরতা কাটাতে হবে। টেস্ট সিরিজ শুরুর আগে এমনই টিপস দিলেন প্রাক্তন অজি উইকেটকিপার ব্যাটসম্যান অ্যাডাম গিলক্রিস্ট। সেই সঙ্গে গিলি এটাও বলে দিলেন যে, চার বছর আগের মতোই এ বারও বিরাট কোহলি অস্ট্রেলিয়া মাতাবেন।
আরও পড়ুন - টেস্টে একদিনে ১০ উইকেট নিয়ে নজির পাক লেগ স্পিনারের!
২০১৮-১৫ সালে অস্ট্রেলিয়া সফরে চারটি টেস্টে চারটি সেঞ্চুরি করেছিলেন বিরাট। টেস্টে মোট ৬৯৪ রান করেছিলেন তিনি। সেকথা মনে করিয়ে দিয়ে গিলক্রিস্ট বলেন, "আমি আশা করব, টেস্ট সিরিজে বিরাটকে দারুন ফর্মে দেখা যাবে। যেমন দেখেছিলাম ২০১৪ সালে অস্ট্রেলিয়া সফরে। আমি বিরাটের সঙ্গে কথা বলেছি। দেখলাম ওর মধ্যে অদ্ভুত একটা আত্মবিশ্বাস কাজ করছে। টি-টোয়েন্টিতেও ভাল ব্যাট করল। এর পর টেস্টে বিরাট রান না পেলেই অবাক হব।"
আরও পড়ুন - বিরাট চ্যালেঞ্জ সামলাতে অজিদের অনুশীলনে নির্বাসিত স্মিথ-ওয়ার্নার!
তবে একা বিরাটে রক্ষে নেই অস্ট্রেলিয়ায়। শুধু বিরাটের ওপর ভরসা করলে ভুল হবে। টেস্ট সরিজ জিততে বাকিদেরও রান করতে হবে।প্রাক্তন অজি উইকেটকিপার ব্যাটসম্যানের মতে, " ভারত তখনই অস্ট্রেলিয়া থেকে টেস্ট সিরিজ জিতে ফিরতে পারে যদি বিরাটকে দলের অন্যান্য ব্যাটসমযানরা সমানভাবে সাহায্য করে। স্কোরবোর্ডে বড় রান তুলতে হবে। সেটা একা বিরাটের পক্ষে করা সম্ভব নয়। বিরাট একা জেতাবে না। "