বিরাট কোহলি ৭৫-৮০টি ওয়ান ডে সেঞ্চুরি করবেন! ভবিষ্যদ্বাণী ওয়াসিম জাফরের
১১ ইনিংস পর আবার স্বাভাবিক পরিসেবা চালু!!
নিজস্ব প্রতিবেদন: বিশ্বকাপে সেঞ্চুরি না পেলেও ক্যারিবিয়ান সফরে একদিনের সিরিজ শুরু হতেই টপ গিয়ারে ভারত অধিনায়ক বিরাট কোহলি। প্রথম একদিনের ম্যাচ বৃষ্টিতে পণ্ড হয়ে যাওয়ায় দ্বিতীয় ম্যাচে ব্যাট হাতে স্বমহিমায় বিরাট কোহলি। একদিনের কেরিয়ারে ৪২ তম সেঞ্চুরি হাঁকিয়ে একাধিক রেকর্ড করে ফেলেছেন ক্যাপ্টেন কোহলি। এ হেন কোহলিকে নিয়ে এবার ভবিষ্যদ্বাণী করলেন ওয়াসিম জাফর। প্রাক্তন ভারতীয় ওপেনারের মতে, বিরাট কোহলি ৭৫-৮০টি ওয়ান ডে সেঞ্চুরি করবেন!
#রবিবার পোর্ট অব স্পেনে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় একদিনের ম্যাচে ১২৫ বলে ১২০ রান করেন বিরাট কোহলি। ১৪টি চার ও একটি ছয়ে সাজানো বিরাটের ইনিংস। এটি বিরাটের ৪২তম ওয়ান ডে সেঞ্চুরি।
#শতরান করার পথে এদিন বিরাট ছাপিয়ে যান সৌরভ গাঙ্গুলিকে। সৌরভকে টপকে বিরাট এখন ভারতের দ্বিতীয় সর্বোচ্চ ওয়ান ডে রান সংগ্রহকারী৷ সামনে শুধু সচিন তেন্ডুলকর৷ সচিনের সংগ্রহে রয়েছে ১৮৪২৬ রান৷
#একদিনের ক্রিকেটে কোনও এক প্রতিপক্ষের বিরুদ্ধে দ্রুততম ২০০০ রান গড়ার নজির গড়লেন বিরাট কোহলি। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ২০০০ রান করতে কোহলি নেন ৩৪টি ইনিংস৷ এর আগে রোহিত শর্মা ওয়ান ডে-তে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ২০০০ রান করেছিলেন ৩৭ ইনিংসে৷
#একমাত্র ক্রিকেটার হিসাবে কোহলি তিনটি দেশের বিরুদ্ধে (ওয়েস্ট ইন্ডিজ, অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা) ৮টি করে ওয়ান ডে সেঞ্চুরি করে নজির গড়েছেন৷
কোহলির ৪২ তম সেঞ্চুরি করার পরেই টুইটারে ভারত অধিনায়কের প্রশংসা করেন প্রাক্তন ভারতীয় ওপেনার ওয়াসিম জাফর। তিনি লেখেন, "১১ ইনিংস পর আবার স্বাভাবিক পরিসেবা চালু!! অর্থাত্, আবার একটা আন্তর্জাতিক সেঞ্চুরি বিরাট কোহলির। আমার ভবিষ্যদ্বাণী ও ৭৫-৮০টা ওডিআই সেঞ্চুরি করবে।"
আরও পড়ুন - ভারতীয় দলে চার নম্বরে কে ব্যাট করবেন? বেছে দিলেন গাভাসকর