দীপাবলির শুভেচ্ছা জানিয়ে কি বললেন বিরাট কোহলি? জানতে পড়ুন
টুইটারে এক ভিডিও বার্তায় বিরাট কোহলি বলেন, `সবাইকে দীপাবলির শুভেচ্ছা। এই দীপাবলি সবার জীবনে সুখ এবং শান্তি নিয়ে আসুক।`
নিজস্ব প্রতিনিধি: এবারের দীপাবলি অন্যান্যবারের চেয়ে অনেক আলাদা। কোভিড পরিস্থিতিতে দেশজুড়ে বাজি নিষিদ্ধ করেছে আদালত। আলোর উৎসব ভালোয় কাটার শুভেচ্ছাবার্তা পাঠালেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। আতসবাজি ছাড়া দীপাবলি উদযাপনের বার্তা ভারত অধিনায়কের।
টুইটারে এক ভিডিও বার্তায় বিরাট কোহলি বলেন, 'সবাইকে দীপাবলির শুভেচ্ছা। এই দীপাবলি সবার জীবনে সুখ এবং শান্তি নিয়ে আসুক। তবে অবশ্যই মনে রাখবেন, এবারের দীপাবলিতে একদমই বাজি পোড়াবেন না। পরিবেশকে সুস্থ এবং স্বাভাবিক রাখুন। ঘরে থেকে প্রিয়জনের সঙ্গে দীপাবলি উদযাপন করুন।' অস্ট্রেলিয়ার সিডনিতে বসেই দীপাবলির শুভেচ্ছা জানান ভারত অধিনায়ক।
বিরাট কোহলি ছাড়াও দীপাবলির শুভেচ্ছা জানান কপিল দেব, বীরেন্দ্র সেওয়াগ, ভিভিএস লক্ষ্মণরা। অস্ট্রেলিয়ার ব্যাটসম্যান ডেভিড ওয়ার্নার এবং আফগানিস্তানের লেগস্পিনার রশিদ খানও দীপাবলির শুভেচ্ছা জানিয়ে টুইট করেন।