সব প্রশংসাই এখন তেতো লাগছে কোহলির কাছে
ওয়েব ডেস্ক টি-টোয়েন্টি বিশ্বকাপের খেতাব জেতা হল না। কিন্তু তাতেও বিশ্ব ক্রিকেট দুনিয়া ট্র্যাজিক হিরোকে কুর্নিশ জানাতে ভুললো না। তিনি আর কেউ নন স্বয়ং বিরাট কোহলি। বিশ্বের প্রাক্তন ক্রিকেটারদের চোখে তিনি হিরো। কেউ কেউ তাঁকে ধোনির দলের ওয়ান ম্যান আর্মি বলেও মানছেন। টি-টোয়েন্টি বিশ্বকাপের শুরু থেকেই বিরাট কোহলিই দলকে টেনে নিয়ে যাচ্ছিলেন। তার দুরন্ত ব্যাটিংয়ের সৌজন্যেই ভারত পৌছেছিল সেমিফাইনালে। ওয়াংখেড়েতে সাতচল্লিশ বলে কোহলির তিরাশি রানের অপরাজিত ইনিংস ভারতকে ফাইনালে তোলার স্বপ্নও দেখিয়েছিল। কিন্তু সেই স্বপ্ন সফল হল না। তাই সব প্রশংসাই বোধহয় কোহলির কাছে তেতো লাগছে।