COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 


ব্যুরো: প্রজাতন্ত্রের দিন সন্ধ্যায় শুরু হচ্ছে ভারত বনাম ইংল্যান্ডের মধ্যে তিন ম্যাচের টি-২০ সিরিজে। কানপুরে এগিয়ে যাওয়ার সুযোগ দুটো দলের সামনে। টি-২০ সিরিজে দলের নতুন ক্রিকেটারদের দেখে নিতে চাইছেন বিরাট কোহলি। 



ক্রিকেট খেলার ঘরানাটাই বদলে দিতে চলেছেন বিরাট কোহলি। এতদিন বলা হত টেস্ট ক্রিকেট আর সীমিত ওভারের ক্রিকেটের ঘরাণাটাই আলাদা। কিন্তু বিরাট চান টি-টোয়েন্টি ক্রিকেটে নতুন ছেলেদের খেলিয়ে তৈরি করে একদিনের দল ঘুরিয়ে টেস্ট দলে নিয়ে আসতে। কোহলির এই পরিকল্পনার ফলে যে ভারতীয় টেস্ট ক্রিকেট দলের চরিত্রটাই বদলে যাবে তা বলাই বাহুল্য। প্রজাতন্ত্র দিবস থেকে ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্ট সিরিজ অভিযান শুরু করছে ভারত। প্রথম ম্যাচ কানপুরে।