নিজস্ব প্রতিবেদন: বিয়ে করেছেন অধিনায়ক। তবে উপহার পেতে চলেছেন ভারতীয় ক্রিকেটাররা। বাড়তে চলেছে বিরাট কোহলিদের বেতন। ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেটারদের মাইনে একশো শতাংশ বাড়তে পারে বলে শোনা যাচ্ছে। সম্প্রতি বিসিসিআই এবং সুপ্রিম কোর্ট নিযুক্ত প্রশাসকদের সঙ্গে বৈঠকে এই প্রস্তাব দিয়েছিলেন বিরাট কোহলি, মহেন্দ্র সিং ধোনি ও রবি শাস্ত্রী।বিসিসিআই-এর ভারপ্রাপ্ত সচিব সিকে খন্না অবশ্য জানিয়েছেন, এব্যাপারে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ক্রিকেটারদের মাইনে দিতে মরসুমে ১৮০ কোটি টাকা খরচ হয়। তার সঙ্গে আরও ২০০ কোটি টাকা খরচ যোগ করতে চাইছেন সুপ্রিম কোর্ট নিযুক্ত প্রশাসকরা। বর্তমানে গ্রেড এ তালিকায় থাকা ক্রিকেটাররা বেতন  পান ২ কোটি টাকা। গ্রেড বি ১ কোটি ও গ্রেড সি-র ক্রিকেটাররা পান ৫০ লক্ষ টাকা। তা ১০০ শতাংশ বাড়তে পারে বলে খবর। 


আরও পড়ুন- ১২ বছরের ছোট হার্দিককে ১০০ মিটার দৌড়ে হারিয়ে ভাইরাল ধোনি


২০১৭ সালে বিরাট কোহলি ৪৬টি ম্যাচ খেলে ৫ কোটি ৫১ লক্ষ টাকা পেয়েছেন। আইপিএল থেকেও মোটা টাকা আয় হয় তাঁর। বিভিন্ন ব্র্যান্ডকে এনডোর্সও করেন। সদ্য ইতালিতে বিয়ে করেছেন বিরাট কোহলি। 'লেডি লাকে'ই এবার হয়তো বেতন বাড়তে চলেছে তাঁর।