মাইলস্টোনে ছোঁয়া হল না বিরাটের
![মাইলস্টোনে ছোঁয়া হল না বিরাটের মাইলস্টোনে ছোঁয়া হল না বিরাটের](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/styles/zm_500x286/public/2017/09/21/94246-virat.jpg?itok=eGW0ec4O)
ব্যুরো: ইডেনে মাইলস্টোনে ছোঁয়া হল না বিরাট কোহলির। আরও এক ম্যাচের অপেক্ষায় থাকতে হচ্ছে ভারত অধিনায়ককে। প্রিয় মাঠ ইডেনেই রিকি পন্টিংয়ের রেকর্ড ভাঙার কাছাকাছি পৌছে গিয়েও মাত্র আট রানের জন্য ব্যর্থ হলেন বিরাট। একশো সাত বল খেলে বিরানব্বই রান করে কুল্টর নীলের বলে বোল্ড হন কোহলি। এদিন শুরু থেকেই বেশ দায়িত্বশীল ইনিংস খেলেন ভারত অধিনায়ক। অজিঙ্কা রাহানের সঙ্গে জুটি বেধে ভারতকে শক্ত ভিতের দাঁড় করানোর দায়িত্বও নেন তিনি। আটটি বাউন্ডারির সাঙায্যে নব্বইয়ের কোঠায় পৌছেও যান। গোটা ইডেন যখন আশায় বুক বাঁধছে বিরাটের বত্রিশ তম একদিনের শতরানের জন্য ঠিক তখনই ইন্দ্রপতন। কুল্টর নীলের হঠাত একটা নীচু হওয়া বলে ভুল করে বসেন বিরাট।