বিরাটের বিশ্বরেকর্ড, ছুঁলেন `ডন`কে
হায়দরাবাদে বাংলাদেশের বিরুদ্ধে ডাবল সেঞ্চুরি করার পর বিশ্বরেকর্ড গড়লেন বিরাট কোহলি। বিশ্বের প্রথম ব্যাটসম্যান হিসেবে টানা চারটে সিরিজে ডাবল সেঞ্চুরি করার মালিক হলেন বিরাট। পাশাপাশি ভারতীয় অধিনায়ক ছুয়ে ফেললেন স্যার ডন ব্রাডম্যানকে। ১৯৩০-৩১ সালে ব্রাডম্যানের চারটে ডাবল সেঞ্চুরি করার সময়সীমা ছিল ছয় মাস উনিশ দিন । চারটে ডাবল সেঞ্চুরি করতে একই সময় নিলেন ভারত অধিনায়ক। (হায়দরাবাদে রানের পাহাড়ে ভারত, টেস্টে দ্বিতীয় শতরান সাহার)
ওয়েব ডেস্ক: হায়দরাবাদে বাংলাদেশের বিরুদ্ধে ডাবল সেঞ্চুরি করার পর বিশ্বরেকর্ড গড়লেন বিরাট কোহলি। বিশ্বের প্রথম ব্যাটসম্যান হিসেবে টানা চারটে সিরিজে ডাবল সেঞ্চুরি করার মালিক হলেন বিরাট। পাশাপাশি ভারতীয় অধিনায়ক ছুয়ে ফেললেন স্যার ডন ব্রাডম্যানকে। ১৯৩০-৩১ সালে ব্রাডম্যানের চারটে ডাবল সেঞ্চুরি করার সময়সীমা ছিল ছয় মাস উনিশ দিন । চারটে ডাবল সেঞ্চুরি করতে একই সময় নিলেন ভারত অধিনায়ক। (হায়দরাবাদে রানের পাহাড়ে ভারত, টেস্টে দ্বিতীয় শতরান সাহার)
হায়দরাবাদে বাংলাদেশের বিরুদ্ধে ডাবল সেঞ্চুরি করার পর নয়া ইতিহাস গড়লেন বিরাট কোহলি। বিশ্বের প্রথম ব্যাটসম্যান হিসেবে টানা চারটে সিরিজে ডাবল সেঞ্চুরি করার মালিক হলেন বিরাট। ক্রিকেট বিশ্বে গড়লেন ইতিহাস । ওয়েস্টইন্ডিজ,নিউজিল্যান্ড ও ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ তিনটি টেস্ট সিরিজে দ্বিশতরান করার পর এবার বাংলাদেশের বিরুদ্ধেও দ্বিশতরান করলেন ভারত অধিনায়ক। আপাতত ক্রিকেট বিশ্বে এটি বিশ্বরেকর্ড। শুধু তাই নয় বিশ্বের প্রথম অধিনায়ক হিসেবে চারটে সিরিজে পরপর চারটে দ্বিশতরান করে অনন্য নজির গড়লেন বিরাট। পাশাপাশি এবার এক আসনে স্যার ডন ব্র্যাডম্যান ও কোহলি। ভারতীয় অধিনায়ক ছুয়ে ফেললেন স্যার ডন ব্রাডম্যানকে। ১৯৩০-৩১ সালে ব্রাডম্যানের চারটে ডাবল সেঞ্চুরি করার সময়সীমা ছিল ছয় মাস উনিশ দিন । চারটে ডাবল সেঞ্চুরি করতে একই সময় নিলেন ভারত অধিনায়ক। শুক্রবার বিরাট কোহলি স্পর্শ করলেন ক্রিকেট বিশ্বের কিংবদন্তীকে।এদিন বাংলাদেশের বিরুদ্ধে হায়দরাবাদে দুশো চার রান করার সুবাধে ডনের সঙ্গে এক আসনে কোহলি। ক্রিকেট বিশেষজ্ঞরা মনে করছেন ,কোহলি নামে অশ্বমেধের ঘোড়া যেভাবে ছুটে চলেছে তাতে বাইশ গজে গড়া বহু রের্কড তাসের ঘরের মত ভেঙে পড়বে। (বার বার চারবার, বিরাট একাই ২০০)