ওয়েব ডেস্ক: ১৮ বলে দরকার ৩৯ রান। তখন ব্যাটে বিরাট। নন স্ট্রাইকারে ক্যাপ্টেন কুল মহেন্দ্র সিং ধোনি। বোলিংয়ে তখন চিরপ্রতিদ্বন্দ্বী ফকনার। বাহাতি ফকনারের স্লোয়ার ডেলিভারি মোহালির স্লো উইকেটে আরও আসতে আসবে, বল পিক করা সহজ হবে না, এই কথাই নিজেদের মধ্যে আলোচনা করেছিলেন বিরাট ও মাহি। মাঠে তখন শব্দব্রহ্ম 'বিরাট বিরাট' আর 'কোহলি কোহলি'। ম্যাচ জিতলে সেমিতে। হারলে ঘরের মাঠেই বিদায়ের সুর বাজিয়ে ১২০ কোটির স্বপ্ন হত্যার আসামী হতে হবে! ২২ গজে পায়চারি করছেন বিশ্বের শ্রেষ্ঠ দুই ব্যাটসম্যান। বিরাটের উদ্দেশ্যে ধোনি,"মাথা ঠাণ্ডা রাখো বিরাট, নিজের জায়গা বেছে নাও, যেখানে শট খেলতে চাইছ, আমাদের দরকার ১৮ বলে ৩৯"। বিরাটও ভেবে নিয়েছিলেন, একটা ওভার চাই, যেখানে অন্তত ১৫ রান দরকার। বলে ব্যাটে লড়াইয়ে 'যো জিতা ওহি সিকন্দর', বিরাট ও ব্যাট চালালেন, 'দে ঘুমাকে'।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ফকনারের ওভার-
চার, চার, ছয়, দুই, এক, দুই


ফকনারের ওভারে এল ১৯। ১২ বলে দরকার আর মাত্র ২০। ১৯ ওভারে এল ১৬। শেষ ওভারে দরকার মাত্র ৪। প্রথম বলেই সিগনেচার ফিনিশ ধোনির। ম্যাচ ভারতের পকেটে। 'Do OR Bye Bye', ম্যাচে অস্ট্রেলিয়ার ছুটি, সেমিতে ভারতের মুখোমুখি ওয়েস্ট ইন্ডিজ।