বার বার চারবার, বিরাট একাই ২০০
মুম্বইয়ের পর এবার হায়দরাবাদ। ব্যাক টু ব্যাক সেঞ্চুরি। পুরনো বছরে ইংল্যান্ডের বিরুদ্ধে ২৩৫, নতুন বছরে বাংলাদেশের বিরুদ্ধে অপরাজিত ২০৩ (এখনও ব্যাট করছেন)। বিরাট আবারও বুঝিয়ে দিলেন ক্রিকেটের `আধুনিক ডন` তিনিই। বাংলাদেশের বিরুদ্ধে এটাই প্রথম সেঞ্চুরি ক্যাপ্টেন কোহলির। আর প্রথমটাই একেবারে `ডাবল`। বিরাট কোহলি তাঁর এই দ্বিশতরানের ইনিংস সাজিয়েছেন ২৪টি চারে।
ওয়েব ডেস্ক: মুম্বইয়ের পর এবার হায়দরাবাদ। ব্যাক টু ব্যাক সেঞ্চুরি। পুরনো বছরে ইংল্যান্ডের বিরুদ্ধে ২৩৫, নতুন বছরে বাংলাদেশের বিরুদ্ধে অপরাজিত ২০৩ (এখনও ব্যাট করছেন) । বিরাট আবারও বুঝিয়ে দিলেন ক্রিকেটের 'আধুনিক ডন' তিনিই। বাংলাদেশের বিরুদ্ধে এটাই প্রথম সেঞ্চুরি ক্যাপ্টেন কোহলির। আর প্রথমটাই একেবারে 'ডাবল'। বিরাট কোহলি তাঁর এই দ্বিশতরানের ইনিংস সাজিয়েছেন ২৪টি চারে।
টেস্ট ক্রিকেটে বিরাট প্রথম সেঞ্চুরি হাঁকিয়েছিলেন দেশের বাইরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। ২০১২ সাল, বিরাটের প্রথম সেঞ্চুরি, অ্যাডিলেডে ১১৬ রানের অনবদ্য ইনিংস হার বাঁচাতে পারেনি ভারতের। এখনও পর্যন্ত টেস্ট ক্রিকেটে ভারত ৪ ম্যাচে হারের মুখ দর্শন করেছে, যে ম্যাচে বিরাট সেঞ্চুরি করেছেন। এরপর নিউজিল্যান্ড, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজ সব দেশের বিরুদ্ধেই বিরাটের ব্যাট কথা বলেছে, দেশের মাটিতে এবং দেশের বাইরেও। এবার ঘরের মাঠে আরও এক অনবদ্য ইনিংস। ৫৩টি টেস্টে ৯১ ইনিংসে বিরাটের সেঞ্চুরির সংখ্যা ১৬। তারমধ্যে ডাবল সেঞ্চুরি ৪টি। অর্ধশতরান রয়েছে ১৪টি। বেশির ভাগ ক্ষেত্রেই যে ইনিংসে বিরাট ৫০ রানের গণ্ডি পেরিয়েছেন সেই ম্যাচেই সেঞ্চুরি পেয়েছেন তিনি।
হায়দরাবাদে টেস্টের দ্বিতীয় দিনে মাচের ব্যাটন পুরোপুরি বিরাটদের হাতে। প্রথম দিনের পর দ্বিতীয় দিনেও নিজেদের আধিপত্য দেখাল ভারতীয় ব্যাটসম্যানরা। প্রথমে মুরলি বিজয় পরে অজিঙ্কে রাহানের সঙ্গে জুটি বেঁধে ভারতীয় ক্রিকেট দলকে বড় রানের গণ্ডি পার করিয়ে দেন ক্যাপ্টেন কোহলি।
স্কোর: ভারত ৪ উইকেট হারিয়ে ৪৯৩, বিরাট কোহলি-২০৩* ঋদ্ধিমান সাহা-৮*