নিজস্ব প্রতিবেদন : ক্রিকেট ছাড়ার পর টিম ইন্ডিয়ার কোচ হওয়ার জন্য সৌরভ-সচিন-লক্ষ্মণের কাছে ইন্টারভিউ দিয়েছিলেন প্রাক্তন ভারতীয় ওপেনার বীরেন্দ্র সেওয়াগ। শেষপর্যন্ত ক্যাপ্টেন কোহলির পছন্দের রবি শাস্ত্রী কোচ হয়ে যান টিম ইন্ডিয়ার। এবার আর হেড কোচ নয় ভারতীয় ক্রিকেট দলের নির্বাচক হওয়ার ইচ্ছে প্রকাশ করলেন বীরেন্দ্র সেওয়াগ।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING



ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর আইপিএলে পঞ্জাব দলের মেন্টর হিসেবে কাজ করেছেন সেওয়াগ। সঙ্গে ধারাভাষ্যকার হিসেবেও তাঁকে পাওয়া গিয়েছে। আর সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে বরাবারই বেশ সক্রিয় নজফগড়ের নবাব। ভারতীয় ক্রিকেট দলের হেড কোচ নিয়োগের ইন্টারভিউ আগামী শুক্রবার নেবেন কপিল দেবের নেতৃত্বাধীন ক্রিকেট অ্যাডাইসরি কমিটি। কিন্তু এবার আর কোচ নয় বীরু হতে চান টিম ইন্ডিয়ার নির্বাচক।



তিনি টুইট করে লেখেন, "আমি নির্বাচক হতে চাই… কিন্তু কে আমাকে সুযোগ দেবে?" এই টুইট কার উদ্দেশ্য তিনি করেছেন সেটা তিনিই জানেন। কাউকে কটাক্ষ নাকি নিজের ইচ্ছে সেটা অবশ্য সেওয়াগই ভালো জানেন! তবে এই টুইটের পরেই কিন্তু ট্রোলড হয়েছেন বীরু।


আরও পড়ুন - বিরাট কোহলি ৭৫-৮০টি ওয়ান ডে সেঞ্চুরি করবেন! ভবিষ্যদ্বাণী ওয়াসিম জাফরের