ওয়েব ডেস্ক: দশম আইপিএলের নিলামের আগেরদিনই আসমুদ্র হিমাচল জেনে গিয়েছিল খবরটা। রাইজিং পুনে সুপার জায়ান্টস এবার তাদের ক্যাপ্টেনের পদ থেকে সরিয়ে দিয়েছে মহেন্দ্র সিং ধোনিকে। ক্যাপ্টেন কুলের পরিবর্ত হিসেবে তারা বেঁছে নিয়েছে অস্ট্রেলিয়ার ক্যাপ্টেন স্টিভেন স্মিথকে। এই ঘটনার পর ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক মহম্মদ আজাহারউদ্দিন প্রকাশ্যে সমালোচনা করেছিলেন রাইজিং পুনে সুপার জায়ান্টসের। যদিও ধোনির একদা সতীর্থ বীরেন্দ্র সেহবাগ খুব খুশি ধোনি অধিনায়কত্ব হারানোয়। ভাবছেন কেন?


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন ৩৭ বছর আগের রেকর্ড ভেঙে দিলেন রবিচন্দ্রন অশ্বিন


আসলে সেহেবাগ এবার দায়িত্বে রয়েছেন কিংস ইলেভেন পাঞ্জাবের। বীরু বলেছেন, 'ভালই হল ধোনি আর পুনের ক্যাপ্টেন নেই। আইপিএলে আমাদের পুনেকে হারাতে সুবিধে হবে। আসলে এটা পুনে ফ্র্যাঞ্চাইজির একেবারে নিজেদের বিষয়। তবে, এটুকু বলতে পারি এ দেশের অন্যতম সেরা অধিনায়ক ধোনিই। তাই আমাদের বিপক্ষে ও যেহেতু ক্যাপ্টেন থাকছে না, খুশি তো হবই।'


আরও পড়ুন  পুণে টেস্টে অবিশ্বাস্য ক্যাচ নিয়ে আলোড়ন ফেলে দিয়েছেন ঋদ্ধিমান সাহা