নিজস্ব প্রতিবেদন : ইঙ্গিত একটা মিলেছিল ঠিকই।পঞ্জাব দলের মালকিন প্রীতি জিন্টার সঙ্গে কথা কাটাকাটি হয়েছিল মেন্টর বীরেন্দ্র সেওয়াগের। সেই সেওয়াগ এবার পঞ্জাবের সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করলেন।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন - ৩৩-এই অবসর নিয়ে নিলেন অম্বাতি রায়াড়ু


কিংস ইলেভেন পঞ্জাবের সঙ্গে সম্পর্ক শেষ হয়ে গেল বীরেন্দ্র সেওয়াগের। প্রথমে ক্রিকেটার পরে মেন্টর এবং ফ্র্যাঞ্চাইজির ক্রিকেট সংক্রান্ত ডিরেক্টরের পদেও প্রীতির দলে ছিলেন নজফগড়ের নবাব। শনিবার টুইট করে সেওয়াগ জানিয়ে দেন, তিনি আর কোনও ভাবেই পঞ্জাবের আইপিএল দলের সঙ্গে থাকতে পারছেন না।



টুইটারে তিনি লিখেছেন, "সব ভালরই শেষ আছে। কিংস ইলেভেন পঞ্জাবের সঙ্গে ক্রিকেটার হিসেবে দু'বছর ও মেন্টর হিসেবে তিন বছর খুব ভাল সময় কাটিয়েছি। কিংসদের সঙ্গে এবার আমার সম্পর্ক শেষ। যে সময়টা এখানে ছিলাম তার জন্য ধন্যবাদ জানাই। আগামী দিনের জন্য গোটা দলকে শুভেচ্ছা রইল।"


আরও পড়ুন - ঘরোয়া ক্রিকেটে কুম্বলের মতো ১০ উইকেট নিলেন সিদাক সিং


আইপিএলের শুরু থেকে দিল্লির হয়ে খেলার পরে তিনি ২০১৪ সালে পঞ্জাবে যোগ দেন সেওয়াগ। প্রথম দুই বছর দলের ক্রিকেটার হিসেবে থাকার পরে ২০১৬ থেকে তিনি ছিলেন দলের মেন্টর। ২০১৮ তে এসে প্রীতির দল ছাড়লেন বীরু।