নিজস্ব প্রতিবেদন: আমিরশাহি আইপিএলে চেনা মেজাজে পাওয়া যায় নি অজি অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েলকে। কোটি কোটি টাকা খরচ করে ম্য়াক্সওয়েলকে দলে নিয়েছিল প্রীতি জিন্টার দল কিংস ইলেভেন পঞ্জাব। আইপিএল জুড়ে 'ফ্লপ-শো'-এর জন্য সমালোচিত হয়েছেন ম্যাক্সওয়েল। এবার সেই অজি তারকাকে তোপ দাগলেন প্রাক্তন ভারতীয় ওপেনার বীরেন্দ্র সেওয়াগ।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


২০২০ সালের আইপিএলে ১০.৭৫ কোটি টাকা খরচ করে গ্লেন ম্যাক্সওয়েলকে কিনেছিল কিংস ইলেভন পঞ্জাব। ১৩ ম্যাচ খেলে তিনি করেছেন মাত্র ১০৮ রান। স্ট্রাইক রেট ১০১.৮৮। আর গড় ১৫.৪২। আর খোলামেলা আড্ডায় বীরেন্দ্র সেওয়াগের শো 'বীরু কি বৈঠক'-এ  ম্যাক্সওয়েলকে '১০ কোটির চিয়ারলিডার' বললেন তিনি।


 



 


সেওয়াগ বলেছেন, "গ্লেন ম্যাক্সওয়েল, ১০ কোটি টাকার এই চিয়ারলিডার পঞ্জাবের জন্য ব্যয়বহুল হয়ে গেল। কয়েক বছর ধরেই খারাপ পারফর্ম করছে এই অজি ক্রিকেটার। আর এ বছর তো আগের সব রেকর্ড ভেঙে দিয়েছে। এটাকে বলে হাইলি পেইড ভ্যাকেশন।" শুধু ম্যাক্সওয়েলই নয়, আরও পাঁচ জন ক্রিকেটারের নাম বলেছেন যাঁরা এবারের আইপিএলে হতাশজনক পারফর্ম করেছেন।


 


আরও পড়ুন - হাফ টাইমে করোনা পজিটিভ ফুটবলার! তুরস্ক-ক্রোয়েশিয়া ম্যাচে হইচই