সেটিং বিতর্কে বীরেন্দ্র সেওয়াগকে এতহাত নিলেন সৌরভ গাঙ্গুলি
ওয়েব ডেস্ক: সেটিং বিতর্কে বীরেন্দ্র সেওয়াগকে এতহাত নিলেন সৌরভ গাঙ্গুলি। যাঁরা কোচ নির্বাচন করেছেন তাদের সঙ্গে সেটিং করতে পারেননি বলেই তিনি কোচ হতে পারেননি। এমনই চাঞ্চল্যকর অভিযোগ তুলেছিলেন সেওয়াগ। তিনি ঘুরিয়ে জানিয়েছিলেন যে, কোচ নির্বাচন নিয়ে দুর্নীতি হয়েছে। সেওয়াগের এই মন্তব্যের পর বেজায় চটেছেন সৌরভ গাঙ্গুলি। তাঁর দাবি সেওয়াগ বোকার মতো কথা বলছেন।
আরও পড়ুন ধোনি, পাণ্ডিয়া, চাহালের দাপটে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে দুর্দান্ত জয় ভারতের
এব্যাপারে অবশ্য আর কোনও মন্তব্য করতে চাননি সৌরভ। বোর্ডের পরামর্শদাতা কমিটি ভারতীয় দলের কোচ বাছাই করেছিলেন। সেই কমিটির অন্যতম সদস্য সিএবি সভাপতি সৌরভ গাঙ্গুলি।